রাতুল সরকার তাঁর অফিসে আঞ্চলিক ব্যবস্থাপক হিসাবে বদলি হলে তারজন্য জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে এই এলিয়েন গ্যাজেট ভুবনের জীবনে সমস্যা আনতে শুরু করে। এরমধ্যেই রাতে তাঁর বাড়ি থেকে চোর চুরি করে নিয়ে যায় ফোন। সেইখান থেকেই গল্প পায় নতুন মোড়।
আরও পড়ুন: রবিনার মেয়ে নাকি তারা সুতারিয়া! নায়িকার গণেশ পুজোয় গোলকধাঁধায় নেটদুনিয়া
advertisement
এতক্ষণ গল্প হচ্ছিল "ভুবনবাবুর স্মার্টফোন"-এর। শুক্রবার শহরের এক সিনেমা হলে ছবির প্রিমিয়ার হয়ে গেল। উপস্থিত ছিলেন পরিচালক প্রণবেশ চন্দ্র এবং শান্তনু বসু। 'চন্দ্রকোণ' প্রোডাকশন হাউসের পরবর্তী প্রজেক্ট এটি। মূল চরিত্রে অভিনয় করবেন চিন্তা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার এবং আরও অনেকে।
প্রসঙ্গত, এই প্রথম বার উপলের গানে মিশে গেল দেবাশিস দেবের কার্টুন ইলাস্ট্রেসন ৷ ভুবনবাবুর স্মার্টফোন-এ গান বলতে একটাই, ছবির শীর্ষ সঙ্গীত। একটু অন্য ধারার ছবি, তাই শুরুটাও অন্য ধারার। টাইটেল কার্ড থেকে সেই অন্যরকম ব্যাপার শুরু। অলঙ্করণ-কার্টুন এর দুনিয়ায় দেবাশিস দেব এক বিশেষ নাম । ছবির শুরুতেই তাঁর হাতের জাদুর সঙ্গে মিশেছে উপল সেনগুপ্তের গান।
আরও পড়ুন: 'আমি ভাগ্যবতী, তোমার সঙ্গে দেখা হল'! প্রযোজককে বিয়ে অভিনেত্রী মহালক্ষ্মীর
ভুবনবাবুর স্মার্টফোন ছবির টাইটেল মিউজিক কম্পোজ করেছেন বিশিষ্ট গায়ক-সুরকার উপল সেনগুপ্ত। যিনি নিজে ছবিও আঁকেন, কাগজ কেটে বানিয়ে ফেলেন হরেক রকম জিনিস। প্রণবেশ চন্দ্র মূলত বিজ্ঞাপন জগতের মানুষ। গ্রাফিক আর্টিস্ট হিসাবে কাজ শুরু করে পরে বিজ্ঞাপন, স্বল্প দৈর্ঘ্যের ছবি এমনকি ফিচার ছবি 'চার দিকের গল্প' তৈরি করেন।ভুবনবাবুর স্মার্ট ফোন তাঁর নির্দেশনায় দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি।