আরও পড়ুন: শাহরুখ-রানির ‘পরকীয়া’য় শারীরিক সম্পর্ক! বিবাদ, গোপন কথা ফাঁস আদিত্য-করণের
আরও পড়ুন: গভীর রাতে বাড়িতে হানা ২০ জনের! দারোয়ানকে চাকরি থেকে বরখাস্ত সইফের? জবাব নবাবের
‘উর্বশী উর্বশী’ গান চলছে মঞ্চে। মাইক হাতে গানে মত্ত বেনি। তাঁর মাথার কাছ দিয়ে ঘুরে গেল একটি ড্রোন ক্যামেরা। তার পরেই ধুপ করে বেনির মাথায় এসে পড়ে যায় ড্রোনটি। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন বলি গায়ক। চারদিক থেকে লোকজন ছুটে এসে ঘিরে ধরেন গায়ককে।
advertisement
প্রাথমিক চিকিৎসার পর দুর্ঘটনার কথা ইনস্টাগ্রামে ভিডিও করে নিজেই জানান বেনি। গায়কের কথায়, ‘‘উদ্যোক্তাদের সঙ্গে চুক্তি করে নেওয়া উচিত যাতে ড্রোন এত কাছাকাছি না আসে কোনও শিল্পীর। আমরা সঙ্গীতশিল্পী, মঞ্চে উঠে গান গাই। সলমন খান নই, বা প্রভাস নই যে এরকম স্টান্টের প্রয়োজন পড়ে।’’ তা ছাড়া তিনি সকল শিল্পীদের সতর্ক করে দেন যাতে ড্রোন থাকলে সেটি চালানোর জন্য সার্টিফিকেট প্রাপ্ত পেশাদার লোকের প্রয়োজন।
আঘাতের প্রসঙ্গে বেনি বলেন, ‘‘ড্রোনের পাখাগুলিতে আঘাত লাগে আমার। মাথার পিছনে লেগেছে। দু’টি আঙুলে চোট লেগেছে। তবে আমি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে যাব বলে মনে হচ্ছে।’’ বেনির এই দু’টি ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।