চিনতে পারছেন এই অভিনেত্রীকে? বেশ কয়েক বছর তিনি টেলিভিশনে কাজ করছেন না৷ তবে তিনি খুবই জনপ্রিয়৷ মূলত টেলিভিশনে কাজ করতেন তিনি৷ এখনও তাঁর সোশ্যালল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা কম নয়৷ তবে আপাতত কিছু বছর তিনি পর্দার আড়ালে৷ কারণ সংসার সামলাচ্ছেন তিনি৷ ছোট্ট ছেলেকে নিয়ে তাঁর সময় কাটছে৷ তবে তাঁর স্বামীকে নিয়মিত দেখা যায় বিভিন্ন সিরিয়ালে৷ একসময় অভিনেত্রী এবং তাঁর স্বামীর জুটি খুবই জনপ্রিয় ছিল৷ এবার সম্ভবত বুঝতে পারছেন কার কথা বলছি৷
advertisement
আরও পড়ুন Plus size model: শরীরের গঠন নজরকাড়া, Plus সাইজ মডেলকে নিয়েই তোলপাড় বিশ্ব!
মধুবনী গোস্বামী৷ রাজ গোস্বামীর স্ত্রী৷ তবে রাজা গোস্বামীর স্ত্রী হিসেবে তাঁর পরিচয় একেবারেই নয়৷ তিনি নিজে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী৷ ভালবাসা ডট কম দিয়ে কাজ শুরু করেন৷ সেখানেই রাজার সঙ্গে আলাপ৷ তারপর প্রেম, বিয়ে৷ এখন তাঁদের জীবনে এসেছে ছোট্ট কেশব৷ তাঁর ছেলেকে নিয়ে মধুবনী ব্যস্ত থাকেন৷ সঙ্গে অবশ্য নিজের ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ রয়েছে তাঁর নিজস্ব বিউটি পার্লার৷
সেই মধুবনীই আয়নার সামনে করলেন মেকআপ৷ চোখের পলকে তিনি রূপ বদলে ফেললেন৷ এবং শুধু মেকআপে নয়, তাঁর হাল্কা অভিনয়ে বুঝিয়ে দিলেন তাঁর অভিনয়ের ক্ষমতা৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F