তবে দ্বিতীয় স্থান হাতছাড়া হল জগদ্ধাত্রীর। ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিল এই মেগা। পাশাপাশি শিমূলের নতুন লড়াইয়ে সাক্ষী হতে মুখিয়ে দর্শকরা। ৬.৯ পেয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল কার কাছে কই মনের কথা। তবে বিরাট চমক দিল জল থই থই ভালোবাসা। অপরাজিতা ম্যাজিক এই মেগাতেও সমান ভাবে বহাল। সকলকে তাক লাগিয়ে এই মেগা এবার পঞ্চমে। তবে এই একই সময়ে সম্প্রচারিত হওয়া মেগা ‘মিলি’ সেরা দশে জায়গা করতে পারেনি।
advertisement
আরও পড়ুন: প্রথম সপ্তাহেই সেরা দশে ‘লাভ বিয়ে আজকাল’! নম্বর কমল ‘অনুরাগের ছোঁয়া’র! বিরাট বদল টিআরপিতে
আরও পড়ুন: বছরপূর্তিতে বিরাট চমক ‘জগদ্ধাত্রী’র! আবার নিজের জায়গা হারাল ‘অনুরাগের ছোঁয়া’
অন্যদিকে, ‘রাঙা বউ’, ‘লাভ বিয়ে আজকাল’ ও ‘তুঁতে’ একসঙ্গে জায়গা করে নিল ষষ্ঠ স্থানে। হরগৌরী পাইস হোটেল ও সন্ধ্যাতারা এই সপ্তাহে সপ্তমে। পাশাপাশি ‘তোমাদের রাণী’ও সেরা দশে। ৫.৫ পেয়ে এই মেগা অষ্টমে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | নিম ফুলের মধু , ফুলকি |
তৃতীয় | জগদ্ধাত্রী |
চতুর্থ | কার কাছে কই মনের কথা |
পঞ্চম | জল থই থই ভালোবাসা |
ষষ্ঠ | রাঙা বউ, লাভ বিয়ে আজকাল, তুঁতে |
সপ্তম | হরগৌরী পাইস হোটেল, সন্ধ্যাতারা |
অষ্টম | তোমাদের রাণী |
নবম | ইচ্ছে পুতুল |
দশম | বাংলা মিডিয়াম |