একসময়ের বেঙ্গল টপার 'জগদ্ধাত্রী' এখন দ্বিতীয় স্থানে। উৎসব যে মারা যায়নি তা ইতিমধ্যেই জেনে গেছে জগদ্ধাত্রী ওরফে 'জ্যাস'। অন্যদিকে উৎসব বেঁচে আছে কিনা তা রাজনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ও বউমা মেহেন্দি হয়তো জানে, এই আশঙ্কায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে জগদ্ধাত্রী।
আরও পড়ুন- সেরা দশ থেকে বাদ পড়ল মিঠাই, হু হু করে কমছে নম্বর, মেগার লড়াইয়ে কে সেরা এবার!
advertisement
'মেয়েবেলা'র স্টার কাস্ট নজর কেড়ে ছিল দর্শকদের। আর এবারের টিআরপি তালিকায় দশম স্থানে উঠে এল 'মেয়েবেলা'। পরিস্থিতির চাপে পড়ে চাঁদনিকে বিয়ে না করে মৌ-কে বিয়ে করতে বাধ্য হয় ডোডো। অন্যদিকে ছেলের এই বিয়ে মেনে নিতে নারাজ বীথি। উত্তেজনার পারদ তুঙ্গে, কোন খাতে বইবে ডোডো-মৌ-এর জীবন? বীথি কি মেনে নেবে তাদের? এই টানটান প্লটের জন্যই কি টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে 'মেয়েবেলা'!
আরও পড়ুন- বাংলার সেরা শিরোপা কোন ধারাবাহিকের দখলে? ২য় স্থানে জগদ্ধাত্রী, তলানিতে থাকল কে
বাকি ধারাবাহিকগুলি কে কোথায়, দেখে নেওয়া যাক এক ঝলকে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | গৌরীএলো |
চতুর্থ | খেলনাবাড়ি |
পঞ্চম | নিমফুলের মধু |
ষষ্ঠ | বাংলা মিডিয়াম |
সপ্তম | রাঙাবউ |
অষ্টম | গাঁটছড়া, পঞ্চমী |
নবম | এক্কা দোক্কা |
দশম | মেয়েবেলা |