Bengali Serial TRP: সেরা দশ থেকে বাদ পড়ল মিঠাই, হু হু করে কমছে নম্বর, মেগার লড়াইয়ে কে সেরা এবার!
- Published by:Teesta Barman
Last Updated:
Bengali Serial TRP: উত্তেজনায় ভরপুর 'জগদ্ধাত্রী'র গল্প। কিন্তু তাও নম্বর কমেছে গত সপ্তাহ আগে। দ্বিতীয় স্থানেই রয়েছে এই সপ্তাহেও।
কলকাতা: দীপা আর সূর্যের আখ্যানের ঝুলিতে আবারও সেরার শিরোপা। 'অনুরাগের ছোঁয়া'-তে এখনও মিলন হয়নি সূর্য-দীপার। তারই অপেক্ষায় ভক্তরা। সূর্যর মেয়ে সোনার 'ফুল মা' যে দীপা, সে কথা জেনে ফেলেছে সূর্য। নায়কের জন্মদিনেই সে কথা খোলসা হয়েছে। তা নিয়ে তুলকালাম বাড়িতে। সোনাকে নিয়ে সূর্য বাড়ি ছেড়ে দিতে চেয়েছিল।কিন্তু লাবণ্য আত্মঘাতী হওয়ার হুমকি দেওয়ায় থমকে যায় সে।
সরস্বতী পুজোয় স্বয়ম্ভূ প্রথমবার উপহার দেবে জগদ্ধাত্রীকে। মঙ্গলসূত্র কিনেছে সে। এদিকে স্বয়ম্ভূর সৎ ভাই উৎসবকে গ্রেফতার করেছিল জগদ্ধাত্রী ওরফে জ্য়াস সান্যাল। কিন্তু নায়ক-নায়িকাকে চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় উৎসব। তার আরও এক সঙ্গী মেননের সাহায্যে উৎসব জগদ্ধাত্রীকে গুলি করছে। উত্তেজনায় ভরপুর গল্প। কিন্তু তাও নম্বর কমেছে গত সপ্তাহ আগে। দ্বিতীয় স্থানেই রয়েছে এই সপ্তাহেও।
advertisement
advertisement
পর্ণা বহু বাধা বিপত্তি পেরিয়ে সাংবাদিকতার চাকরি করছে। ওর তোলা ফুটেজে কুখ্যাত গুন্ডা ফটিক গ্রেফতার হয়েছে। জামিনও পেয়ে গিয়েছে। পর্ণার চ্যালেঞ্জ, ৭২ ঘণ্টার মধ্যে ওকে আবার কারাবন্দি করবে। কারণ পর্ণার বাড়িতে বোমাবাজি করেছে সরস্বতী পুজোর দিন। নিজের বাড়িতেই বসকে ইস্তফা পত্র দিয়ে দেয়। কিন্তু তাকে আটকে দেয় তার দিদি শাশুড়ি। এদিকে শাশুড়ি ও স্বামী খুবই বিরক্ত পর্ণার উপরে। কারণ গুন্ডার সঙ্গে সম্মুখসমরে যাওয়ায় ভীত তার পরিবার। কিন্তু বাকিরা সঙ্গ দিয়েছে নায়িকার। টানটান গল্পে 'নিমফুলের মধু' নিয়ে উত্তেজিত দর্শকরা। সেই কারণে চার নম্বরে থাকলেও গত সপ্তাহের তুলনায় নম্বর বেড়েছে খানিকটা।
advertisement
অন্যদিকে জনপ্রিয়তার শিখর ছুঁলেও যুগ শেষ হয়ে আসছে 'মিঠাই'-এর। গত সপ্তাহ থেকেই প্রথম দশ থেকে বাদ পড়ে গিয়েছে মোদক পরিবারের গল্প। নম্বর কমে কমে তলানিতে ঠেকেছে। এই সপ্তাহ প্রাপ্ত নম্বর ৫.৮।
বাকিরা কে কোথায়, দেখে নিন টিআরপি তালিকা-
প্রথম স্থান | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় স্থান | জগদ্ধাত্রী |
তৃতীয় স্থান | গৌরী এল |
চতুর্থ স্থান | নিমফুলের মধু |
পঞ্চম স্থান | খেলনা বাড়ি |
ষষ্ঠ স্থান | বাংলা মিডিয়াম, পঞ্চমী |
সপ্তম স্থান | রাঙা বউ |
অষ্টম স্থান | এক্কা দোক্কা |
নবম স্থান | আলতা ফড়িং/মেয়েবেলা |
দশম স্থান | গাঁটছড়া |
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 1:45 PM IST