Bengali Serial TRP: সেরা দশ থেকে বাদ পড়ল মিঠাই, হু হু করে কমছে নম্বর, মেগার লড়াইয়ে কে সেরা এবার!

Last Updated:

Bengali Serial TRP: উত্তেজনায় ভরপুর 'জগদ্ধাত্রী'র গল্প। কিন্তু তাও নম্বর কমেছে গত সপ্তাহ আগে। দ্বিতীয় স্থানেই রয়েছে এই সপ্তাহেও।

কলকাতা: দীপা আর সূর্যের আখ্যানের ঝুলিতে আবারও সেরার শিরোপা। 'অনুরাগের ছোঁয়া'-তে এখনও মিলন হয়নি সূর্য-দীপার। তারই অপেক্ষায় ভক্তরা। সূর্যর মেয়ে সোনার 'ফুল মা' যে দীপা, সে কথা জেনে ফেলেছে সূর্য। নায়কের জন্মদিনেই সে কথা খোলসা হয়েছে। তা নিয়ে তুলকালাম বাড়িতে। সোনাকে নিয়ে সূর্য বাড়ি ছেড়ে দিতে চেয়েছিল।কিন্তু লাবণ্য আত্মঘাতী হওয়ার হুমকি দেওয়ায় থমকে যায় সে।
সরস্বতী পুজোয় স্বয়ম্ভূ প্রথমবার উপহার দেবে জগদ্ধাত্রীকে। মঙ্গলসূত্র কিনেছে সে। এদিকে স্বয়ম্ভূর সৎ ভাই উৎসবকে গ্রেফতার করেছিল জগদ্ধাত্রী ওরফে জ্য়াস সান্যাল। কিন্তু নায়ক-নায়িকাকে চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায় উৎসব। তার আরও এক সঙ্গী মেননের সাহায্যে উৎসব জগদ্ধাত্রীকে গুলি করছে। উত্তেজনায় ভরপুর গল্প। কিন্তু তাও নম্বর কমেছে গত সপ্তাহ আগে। দ্বিতীয় স্থানেই রয়েছে এই সপ্তাহেও।
advertisement
advertisement
পর্ণা বহু বাধা বিপত্তি পেরিয়ে সাংবাদিকতার চাকরি করছে। ওর তোলা ফুটেজে কুখ্যাত গুন্ডা ফটিক গ্রেফতার হয়েছে। জামিনও পেয়ে গিয়েছে। পর্ণার চ্যালেঞ্জ, ৭২ ঘণ্টার মধ্যে ওকে আবার কারাবন্দি করবে। কারণ পর্ণার বাড়িতে বোমাবাজি করেছে সরস্বতী পুজোর দিন। নিজের বাড়িতেই বসকে ইস্তফা পত্র দিয়ে দেয়। কিন্তু তাকে আটকে দেয় তার দিদি শাশুড়ি। এদিকে শাশুড়ি ও স্বামী খুবই বিরক্ত পর্ণার উপরে। কারণ গুন্ডার সঙ্গে সম্মুখসমরে যাওয়ায় ভীত তার পরিবার। কিন্তু বাকিরা সঙ্গ দিয়েছে নায়িকার। টানটান গল্পে 'নিমফুলের মধু' নিয়ে উত্তেজিত দর্শকরা। সেই কারণে চার নম্বরে থাকলেও গত সপ্তাহের তুলনায় নম্বর বেড়েছে খানিকটা।
advertisement
অন্যদিকে জনপ্রিয়তার শিখর ছুঁলেও যুগ শেষ হয়ে আসছে 'মিঠাই'-এর। গত সপ্তাহ থেকেই প্রথম দশ থেকে বাদ পড়ে গিয়েছে মোদক পরিবারের গল্প। নম্বর কমে কমে তলানিতে ঠেকেছে। এই সপ্তাহ প্রাপ্ত নম্বর ৫.৮।
বাকিরা কে কোথায়, দেখে নিন টিআরপি তালিকা-
প্রথম স্থানঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয় স্থানজগদ্ধাত্রী
তৃতীয় স্থানগৌরী এল
চতুর্থ স্থাননিমফুলের মধু
পঞ্চম স্থানখেলনা বাড়ি
ষষ্ঠ স্থানবাংলা মিডিয়াম, পঞ্চমী
সপ্তম স্থানরাঙা বউ
অষ্টম স্থানএক্কা দোক্কা
নবম স্থানআলতা ফড়িং/মেয়েবেলা
দশম স্থানগাঁটছড়া
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: সেরা দশ থেকে বাদ পড়ল মিঠাই, হু হু করে কমছে নম্বর, মেগার লড়াইয়ে কে সেরা এবার!
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement