'জগদ্ধাত্রী'কে টেক্কা দিয়ে এবার দ্বিতীয় স্থানে 'নিম ফুলের মধু'। সৃজনের মা-বৌদির ষড়যন্ত্রের জেরে জেরবার পর্ণা-সৃজনের সম্পর্ক। তাদের মনোমালিন্য তুঙ্গে। আর এই সুযোগে তিন্নি সৃজনের কাছাকাছি আসার চেষ্টা করলেও পর্ণা কিন্তু তাকে নিরস্ত্র করে চলেছে প্রতিনিয়ত, তেমনি আভাস নতুন প্রোমোতে। ষড়যন্ত্রের বিরুদ্ধে পর্ণার ভালবাসা কি জিতবে? তা দেখার জন্য কি বাড়ল দর্শকদের আগ্রহ?
advertisement
আরও পড়ুন- এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন
তৃতীয় স্থানে 'জগদ্ধাত্রী'। রামকিঙ্কর লাহার বাড়ির গয়না চুরির রহস্য ইতিমধ্যেই ভেদ করে ফেলেছে জগদ্ধাত্রী। অন্যদিকে আইনের চোখে ফাঁকি দিয়ে পালিয়েছে উৎসব, পুলিশ ডিপার্টমেন্টেই কেউ তার বিরুদ্ধে সব প্রমান লোপাট করেছে বলে জগদ্ধাত্রীর ধারণা, তাই তা নিয়েই চলছে জোর তদন্ত। অন্যদিকে সয়ম্ভূর সরলতাকে কাজে লাগিয়ে এক প্রকার জগদ্ধাত্রীর বিরুদ্ধে ব্যবহার করছেন বৈদেহী মুখোপাধ্যায়। সবমিলিয়ে কিছুটা একই খাতে বইছে 'জগদ্ধাত্রী'র গল্প। তাই কী টিআরপি তালিকায় 'জগদ্ধাত্রী'র পতন?
অন্যদিকে, 'মেয়েবেলা'তে সব বাধা পেরিয়ে মৌ-ডোডো সাতপাকে বাঁধা পড়লেও নেই স্বস্তি, কারণ বীথি এখনও মেনে নেয়নি মৌ-কে। পাশাপাশি সে ডোডোকে মনে করিয়ে দেয় যে মৌকে কর্তব্যের খাতিরে বিয়ে করলেও চাঁদনি তার আসল ভালবাসা। সব মিলিয়ে শ্বশুর বাড়িতে মৌ-এর ভবিষ্যৎ অনিশ্চিত। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে মৌ-ডোডো-চাঁদনির জীবন? তাই কি ভাবাচ্ছে দর্শকদের? নবম স্থানে উঠে এল 'মেয়েবেলা'।
তবে সার্বিক ভাবে নম্বর কমেছে সব বাংলা ধারাবাহিকের। এই পতনের কারণ কি? তবে বাংলা ধারাবাহিকের প্রতি কমে যাচ্ছে দর্শকদের আগ্রহ?
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
| প্রথম | অনুরাগের ছোঁয়া |
| দ্বিতীয় | নিম ফুলের মধু |
| তৃতীয় | জগদ্ধাত্রী |
| চতুর্থ | খেলনা বাড়ি |
| পঞ্চম | গৌরী এলো |
| ষষ্ঠ | রাঙা বউ |
| সপ্তম | মিঠাই |
| অষ্টম | পঞ্চমী |
| নবম | মেয়েবেলা, বাংলা মিডিয়াম |
| দশম | গাঁটছড়া |
