TRENDING:

ঋদ্ধি-খড়ির এক বিছানায় রাত্রিযাপন, না কি লালন-ফুলঝুরি মিলন-বিচ্ছেদ, সেরা কে?

Last Updated:

'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের মতো এ বারও ষষ্ঠ স্থানে রয়েছে মোদক পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজিমাত স্টার জলসার। প্রথম এবং দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসেছে এই চ্যানেলেরই দু'টি ধারাবাহিক। ঋদ্ধি-খড়ির কাছাকাছি আসা, এক বিছানায় রাত কাটানো, অন্য দিকে রাহুলকে ধরে ফেলা, খলনায়ক 'ডি'-এর প্রবেশ, সব মিলিয়ে জমজমাট  'গাঁটছড়া'।
advertisement

অন্য দিকে লালন এবং ফুলঝুরির মিলনের আশায় বসে রয়েছে দর্শক। কবে তারা একে অপরকে আবার চিনতে পারবে, কবে এই বৈরাগ্য কাটবে তাদের, এ সব মিলিয়ে 'ধুলোকণা' নিয়েও উৎসাহের শেষ নেই।

আরও পড়ুন: নতুন এসেই টক্কর 'মিঠাই'কে, 'জগদ্ধাত্রী'ই প্রথম? সেরা দশেই নেই যিশুর 'পাইস হোটেল'

প্রথম স্থানে 'গাঁটছড়া'। গত সপ্তাহে তিন নম্বর স্থান দখল করেছিল এই মেগা। দ্বিতীয়তে 'ধুলোকণা'। গত সপ্তাহে যা বাংলা সেরা হয়েছিল।

advertisement

তবে 'মিঠাই'-এর যুগের অবসানের ইঙ্গিত মিলছে প্রতি সপ্তাহে। গত বারের মতো এ বারও ষষ্ঠ স্থানে রয়েছে মোদক পরিবার। মিঠাই ও সিদ্ধার্থের প্রেমকাহিনির নম্বর কমে হয়েছে ৬.৭। গত সপ্তাহে যা ছিল ৭.০।

আরও পড়ুন: 'জগদ্ধাত্রী'র বাজিমাত, খরা কাটছে না মোদক পরিবারে, কে হল বাংলা সেরা, TRP-তে চমক

advertisement

'জগদ্ধাত্রী'র নম্বর কমলেও এ পঞ্চম স্থান থেকে সরেনি। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মন জয় করেছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার জগদ্ধাত্রী। খুব তাড়াতাড়ি সেরা দশে নাম লিখিয়েছে।

দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপি TRP তালিকা। কোথায় রয়েছে কোন মেগা-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথম স্থান গাঁটছড়া
দ্বিতীয় স্থান ধুলোকণা
তৃতীয় স্থান গৌরী এলো
চতুর্থ স্থান আলতা ফড়িং
পঞ্চম স্থান জগদ্ধাত্রী
ষষ্ঠ স্থান মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টার
সপ্তম স্থান মাধবীলতা
অষ্টম স্থান খেলনা বাড়ি
নবম স্থান অনুরাগের ছোঁয়া
দশম স্থান সাহেবের চিঠি

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋদ্ধি-খড়ির এক বিছানায় রাত্রিযাপন, না কি লালন-ফুলঝুরি মিলন-বিচ্ছেদ, সেরা কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল