অন্যদিকে 'অনুরাগের ছোঁয়া' এবার দ্বিতীয় স্থানে। মেগার প্রোমোতে দেখা গিয়েছিল সূর্য-দীপার ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপর মেগা তে এলো বিরাট চমক। ডিভোর্সের কথা শুনে অসুস্থ হয়ে পড়ে দীপা। মিশকার ষড়যন্ত্রে ডিভোর্সের আর্জি নিয়ে সূর্য কোর্টে গেলে বিচারক জানান ৬ মাস সূর্য-দীপাকে একসঙ্গে থাকতে হবে। তারপর যদি তাদের মনে হয় যে তারা একে অপরের সঙ্গে আর থাকতে চায় না তখনই তারা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে পারে। সূর্য-দীপার ভুল বোঝাবুঝি মিটছেই না। একই খাতে বইছে গল্পের ধারা, তাই কী দর্শকরা আগ্রহ হারাচ্ছেন এই সিরিয়ালের প্রতি? মাত্র ০.১ নম্বরে 'অনুরাগের ছোঁয়া' পিছিয়ে রইল 'জগদ্ধাত্রী'র থেকে।
advertisement
আরও পড়ুন: IPL ঝড়ে বোল্ডআউট একাধিক মেগা! ধরাশায়ী 'বালিঝড়', লীনার সিরিয়াল কি বন্ধের মুখে
সকলকে তাক লাগিয়ে 'গৌরী এলো'কে পিছনে ফেলে চতুর্থ থেকে তৃতীয় স্থানে এল 'নিম ফুলের মধু' । অন্যদিকে ৭.৫ নম্বর পেয়ে তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে এলো 'গৌরী এলো'। ৬.৪ নম্বর পেয়ে পঞ্চমী তার জায়গে ধরে রাখল। ষষ্ঠ স্থান থেকে সপ্তমে 'বাংলা মিডিয়াম'।
আরও পড়ুন: সেরার সেরা 'জগদ্ধাত্রী'! সূর্য-দীপার ম্যাজিক কি তবে শেষ? দেখে নিন মেগা-যুদ্ধে সেরা দশে কারা..
'মেয়েবেলা'য় কাছাকাছি আসছে মৌ-ডোডো। বদলে যাচ্ছে তাদের সম্পর্কের সমীকরণ, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় 'ডোডো'র জনপ্রিয়তার শর্তেও সপ্তম থেকে নবম স্থানে নেমে গেল 'মেয়েবেলা'। অন্যদিকে গুগলি বড় হবার পর থেকে তার সঙ্গে মিতুলের সম্পর্ক অনেকটা বদলে গিয়েছে, নানা চমক দিয়েও গুগলি-মিতুলের আগের সেই সুন্দর রসায়নের বিকল্প দর্শক দেখতে পাচ্ছেন না মেগাতে। ফলে খেলনা বাড়ি হারাচ্ছে তার জনপ্রিয়তা।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | অনুরাগের ছোঁয়া |
তৃতীয় | নিম ফুলের মধু |
চতুর্থ | গৌরী এলো |
পঞ্চম | পঞ্চমী |
ষষ্ঠ | রাঙা বউ |
সপ্তম | বাংলা মিডিয়াম |
অষ্টম | খেলনা বাড়ি |
নবম | মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল |
দশম | এক্কাদোক্কা |