'অনুরাগের ছোঁয়া'তে একটা একটা করে খুলছে রহস্যের জট। ইতিমধ্যেই দীপা জানতে পেরেছে যে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। যমজ মেয়ের খোঁজে সে দিশেহারা হয়ে পড়েছে। এর সুযোগ নিয়ে মিশকা দিপাকে বলে যে সে যদি সূর্যকে ডিভোর্স দেয় তাহলেই মিশকা তাকে তার আর এক মেয়ের খোঁজ দেবে। এই দোটানার মধ্যে থাকা দীপা সূর্যকে জানায় যে তাদের যমজ সন্তান আছে। তার মধ্যে একজনকে সে হারিয়ে ফেলেছে জন্মের সময়। কিন্তু এই সব কিছুকে দীপার ষড়যন্ত্র ভেবে সূর্য আবারও দীপাকে অপমান করে।
advertisement
আরও পড়ুন: টিআরপি তালিকায় সেরা দশে নেই 'মিঠাই'! এই সপ্তাহে কে করল বাজিমাত? জানুন
অন্যদিকে ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে দীপা জানতে পেরে গিয়েছে যে সোনাই তার হারিয়ে যাওয়া মেয়ে। সোনাকে সে নিয়ে যেতে চাইলে সূর্যের বাবা-মা দীপার কাছে অনুরোধ করে সোনা কে না নিয়ে যেতে। কারণ সোনার জন্যই সূর্য বেঁচে আছে। সবটা মিলিয়ে জমে উঠেছে 'অনুরাগের ছোঁয়া'। দর্শকরা মুখিয়ে আছে কবে ভুল বোঝাবুঝি মিটবে সূর্য-দীপার মধ্যে। সেই আগ্রহ থেকেই 'অনুরাগের ছোঁয়া' টিআরপি তালিকায় একদম প্রথমে নিজের জায়গা ধরে রেখেছে।
'জগদ্ধাত্রী' ধারাবাহিককে রাজনাথ মুখোপাধ্যায় কিছুটা হলেও মেনে নিয়েছে স্বয়ম্ভুকে। বাবার কর্তব্য পালন করার চেষ্টা করছে সে। অন্যদিকে বৈদেহীর জানায় যে সে কোর্টে যাবে তার সঙ্গে হওয়া অন্যায়ের বিচারের জন্য। সবটা মিলিয়ে জমজমাট এই মেগা আবারও বহুদিন পর টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে জোর টক্কর দিল 'অনুরাগের ছোঁয়া'কে ।
আরও পড়ুন: 'মিঠাই'-এর টিআরপি তলানিতে! কে ফের সিংহাসনে 'অনুরাগের ছোঁয়া' না 'জগদ্ধাত্রী'? দেখে নিন
'নিম ফুলের মধু' ধারাবাহিকে ঘটনাচক্রে বর্ষাকে অপহরণ করে কিছু দুষ্কৃতি। তাদের কাছ থেকে বর্ষাকে ফিরিয়ে আনার পর তার মা তাড়াতাড়ি বর্ষার বিয়ে দিতে চায়। কিন্তু বর্ষা জানানয় যে সে পড়তে চায় এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। কিন্তু সৃজনের মা তা মানতে রাজি নন। যার সঙ্গে বিয়ে দেবে বলে স্থির করে সে জানায় সে পেশায় ডাক্তার। কিন্তু তার হাবভাবে পর্ণার সন্দেহ হতে থাকে ছেলেটি আসলে কোনও ডাক্তার নয়।এখন দেখার পালা পর্ণা কী ভাবে সত্যিটা সবার সামনে এনে এই বিয়েটা আটকায়। টানটান উত্তেজনায় ভরা এই মেগা, আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে।
অন্যদিকে 'খেলনা বাড়ি' ধারাবাহিকে মিতুলের সদ্যোজাত সন্তানকে অপহরণ করা হয়। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। বিদেশ থেকে পড়াশোনা করে গুগলি আবারও ফিরে এসেছে। কিন্তু এখন তার সঙ্গে মিতুলের সম্পর্কে সমীকরণটা অনেকটা বদলেছে। আগে যে মিতুল মা বলতে অজ্ঞান ছিল গুগলি এখন সেই মিতুলকে খুব একটা পছন্দ করছে না সে। অন্যদিকে, ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে গুগলি কলেজে ভর্তি হতে গেলে সেখানে হঠাৎই দু'দলের মধ্যে দাঙ্গা শুরু হয়। সেখানে মিতুল স্বভাববশত ঝাঁপিয়ে পড়ে এবং সেখানেই একটি ছেলে কে সে চড় মেরে বলে মা তাকে ছোটবেলায় শাসন করেনি তাই সে এমন তৈরি হয়েছে। সে যদি মিতুলের ছেলে হতো তবে এইসব করার সাহস দেখাতো না। এই প্রোমো থেকে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে এই ছেলেটি সম্ভবত মিতুলের সেই হারিয়ে যাওয়া ছেলে। সবটা মিলিয়ে জমজমাট এই ধারাবাহিক টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করে নিয়েছে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী |
দ্বিতীয় | নিম ফুলের মধু, গৌরী এলো |
তৃতীয় | খেলনা বাড়ি |
চতুর্থ | রাঙা বউ |
পঞ্চম | পঞ্চমী |
ষষ্ঠ | মেয়েবেলা |
সপ্তম | গাঁটছড়া, বাংলা মিডিয়াম |
অষ্টম | মিঠাই |
নবম | এক্কাদোক্কা |
দশম | সোহাগ জল |