TRENDING:

Swastika Dutta: 'ছাড়তে জানতে হয়' কেন এমন বললেন স্বস্তিকা? পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের

Last Updated:

কমতে থাকা টিআরপির ফলে মুখ থুবড়ে পড়ল মেগা। তাই মাত্র কয়েক মাসেই শেষ হল ঝিলমিলের সফর। শ্যুটিং-এর শেষে অভিনেত্রীর মনখারাপ করা পোস্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র সাত মাসেই থমকে গেল ‘তোমার খোলা হাওয়া’। স্বস্তিকা দত্তের নতুন টিআরপিতে সেইভাবে প্রভাব ফলেতে পারেনি। কমতে থাকা টিআরপির ফলে মুখ থুবড়ে পড়ল মেগা। তাই মাত্র কয়েক মাসেই শেষ হল ঝিলমিলের সফর। শ্যুটিং-এর শেষে অভিনেত্রীর মনখারাপ করা পোস্ট। অনুরাগীদের সঙ্গে শ্যুটিং শেষের অনুভূতি শেয়ার করে নিলেন স্বস্তিকা।
advertisement

অভিনেত্রী মেগার নানা সিনের ভিডিও তৈরি করে পোস্ট করছেন। সঙ্গে তাঁদের শেষদিনের একটা গ্রুপফি সঙ্গে তাঁর মেকআপ রুমের সাদা-কালো ছবি ভাগ করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।

আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি

অভিনেত্রী পোস্টে ক্যাপশন হিসেবে লেখেন, ‘যার শেষ ভাল তার সব ভাল। আমরা এটাই বলি তাই না? দারুণ কাটল সময়টা। অনেকদিন পর্যন্ত মনে থেকে যাবে। এই স্মৃতি আমি কখনওই ভুলব না। সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। আমরা চাইনি কখন এই গল্পটা ফুরিয়ে যাক।’ পাশাপাশি লিখেছেন শ্যুটের শেষ থেকে শুরুর দিনের তারিখ ২৩.১১.২২ থেকে ২৫.০৭.২৩।

advertisement

আরও পড়ুন: টমেটোর দাম বাড়তেই মাথায় হাত সেলেবদের! একী করলেন শিল্পা থেকে উরফি!

তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘শুরু হলে শেষ তো হবেই। আমি ঝিলমিল হতে পেরে সত্যি কৃতজ্ঞ। বেশ কিছু ভাল বন্ধুত্ব তৈরি হল, অনেক ভালোবাসা পেলাম। শিল্পী হিসেবে এই সফরে আমি অনেক কিছু শিখেছি। বাংলার সব থেকে অল্প বয়সই শাশুড়ি হয়ে ওঠার মাঝে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

পাশাপাশি অভিনেত্রী এই পোস্টে চ্যানেল-সহ সকলকে ধন্যবাদ জানাতে ভুলে গেছেন। অনুরাগীদেরও অভিনেত্রীর পোস্ট দেখে মন খারাপ। তাঁদের সকলেরই একটাই প্রশ্ন তিনি আবার কবে ফিরবেন ছোট পর্দায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Swastika Dutta: 'ছাড়তে জানতে হয়' কেন এমন বললেন স্বস্তিকা? পোস্ট দেখে মন খারাপ অনুরাগীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল