অভিনেত্রী মেগার নানা সিনের ভিডিও তৈরি করে পোস্ট করছেন। সঙ্গে তাঁদের শেষদিনের একটা গ্রুপফি সঙ্গে তাঁর মেকআপ রুমের সাদা-কালো ছবি ভাগ করে নিয়েছেন স্যোশাল মিডিয়ায়।
আরও পড়ুন: পায়ে প্লাস্টার নিয়েই মেগায় ফিরলেন রুবেল! ‘নিম ফুলের মধু’-র অনুরাগীদের মুখে হাসি
অভিনেত্রী পোস্টে ক্যাপশন হিসেবে লেখেন, ‘যার শেষ ভাল তার সব ভাল। আমরা এটাই বলি তাই না? দারুণ কাটল সময়টা। অনেকদিন পর্যন্ত মনে থেকে যাবে। এই স্মৃতি আমি কখনওই ভুলব না। সারা জীবন স্মৃতিতে থেকে যাবে। আমরা চাইনি কখন এই গল্পটা ফুরিয়ে যাক।’ পাশাপাশি লিখেছেন শ্যুটের শেষ থেকে শুরুর দিনের তারিখ ২৩.১১.২২ থেকে ২৫.০৭.২৩।
advertisement
আরও পড়ুন: টমেটোর দাম বাড়তেই মাথায় হাত সেলেবদের! একী করলেন শিল্পা থেকে উরফি!
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, ‘শুরু হলে শেষ তো হবেই। আমি ঝিলমিল হতে পেরে সত্যি কৃতজ্ঞ। বেশ কিছু ভাল বন্ধুত্ব তৈরি হল, অনেক ভালোবাসা পেলাম। শিল্পী হিসেবে এই সফরে আমি অনেক কিছু শিখেছি। বাংলার সব থেকে অল্প বয়সই শাশুড়ি হয়ে ওঠার মাঝে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল।’
পাশাপাশি অভিনেত্রী এই পোস্টে চ্যানেল-সহ সকলকে ধন্যবাদ জানাতে ভুলে গেছেন। অনুরাগীদেরও অভিনেত্রীর পোস্ট দেখে মন খারাপ। তাঁদের সকলেরই একটাই প্রশ্ন তিনি আবার কবে ফিরবেন ছোট পর্দায়।