পাশাপাশি সপ্তাহের সোম থেকে শুক্রর টিআরপির অনুযায়ী নম্বর কিছুটা কমেছে। ‘দিদি নম্বর ১’-এর আগের সপ্তাহে পেয়েছিল ২.৭ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ২.৬ নম্বর।
আরও পড়ুন: রচনা না মিঠুন কার মাথায় উঠল সেরার মুকুট? রিয়্যালিটি শো-র দৌড়ে চমক দেওয়া ফল
অ্যনদিকে, আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে ‘ডান্স বাংলা ডান্স’। টানা বেশ কয়েক সপ্তাহ ‘ডান্স বাংলা ডান্স’ রচনাকে টক্কর দিতে পারছে না। তবে দ্বিতীয় স্থানে থাকলেও নম্বর খুব সামান্য বাড়ল। আগের সপ্তাহে নম্বর ছিল৫.১, এই সপ্তাহে তা ০.২ নম্বর বেড়ে হয়েছে ৫.৩ নম্বর।
advertisement
আরও পড়ুন: ‘কার কাছে কই মনের কথা’ কি জায়গা পেল সেরা দশে ? কোন মেগার জন্য দ্বিতীয় স্থান থেকে ছিটকে গেল ফুলকি
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা। পাশাআপাশি এই সপ্তাহে ‘ডান্স বাংলা ডান্স’ -এ বসেছিল চাঁদের আসর। রেজওয়ান রব্বানী শেখ থেকে দেবলীনা কুমার বিশ্বনাথ বসু অনেকে উপস্থিত ছিলেন শোতে। তাঁরা প্রতিযোগীদের সঙ্গে পারফর্মেন্সও করেছেন।