এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা, কিন্তু এবার সঙ্গে যোগ দিয়েছেন অরিত্র দত্ত বণিকও।
advertisement
তবে আগের সপ্তাহের টপার 'দিদি নম্বর ১' পিছিয়ে পড়ল। 'দিদি নম্বর ১' টিআরপি তালিকায় দ্বিতীয় হলেও নম্বর আগের থেকে সামান্য বেড়েছে। আগের সপ্তাহে যেখানে নম্বর ছিল ৫.২। এবার সেখানে ৫.৮।'
আরও পড়ুন- রচনার জয়জয়কার! আবারও একঝাঁক তারকাকে হারিয়ে সেরা হলেন টলি নায়িকা, কোথায় জানেন!
'দিদি নম্বর ১', 'ডান্স বাংলা ডান্স' 'জি বাংলা'র এই দুই রিয়্যালিটি শো-কে টক্কর দিতে পারল না 'সুপার সিঙ্গার'। এবারের টিআরপি তালিকায় 'স্টার জলসা'কে পিছনে ফেলে বাজিমাত করল 'জি বাংলা' রিয়্যালিটি শো গুলি।
মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যীশু সেনগুপ্তের মতো সঞ্চালক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় পিছিয়েই থাকল 'সুপার সিঙ্গার'। তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর কিছুটা বাড়ল। দোলে নানা চমক থাকলেও সেরার স্থান দখল করতে পারল না 'সুপার সিঙ্গার'।
অন্যদিকে সবথেকে পিছনে রইল জি বাংলার নতুন শো 'ঘরে ঘরে জি বাংলা'। মাত্র ১.৩ নম্বর ঘরে এনেছে এই নতুন শো।