দেবের খাদানের সঙ্গেই মুক্তি পাচ্ছে মানসী সিনহার ছবি ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন ‘। মানসী সিনহা অবশ্য বলছেন, যে তিনি যতটা না আশা করেছেন তার থেকে অনেক বেশি হল পেয়েছেন। বাংলা ছবির হল পাওয়া নিয়ে মানসীর কোনও অভিযোগ বা আক্ষেপ নেই। তাঁর ছবি পর্যাপ্ত হল পেয়েছে বলে তিনি বলছেন।
অন্যদিকে শহরের অন্যতম পুরনো প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্তর বক্তব্য, তাঁর হলে তিনটে বাংলা ছবি দেখানো হবে। তিনি ‘খাদান’ ও দেখাচ্ছেন। তাঁর মতে খাদান পর্যাপ্ত হল পেয়েছে। চারটি ছবি মুক্তি পাচ্ছে এই শুক্রবার। শুধুমাত্র স্ক্রিনের অভাবে তিনি ‘সন্তান’-কে জায়গা দিতে পারেননি। বাকি তিনটে ছবি তাঁর হলে চলবে। নাম না করে পুষ্পা টুর প্রসঙ্গে বলেন, যে ছবি দু সপ্তাহ আগে থেকে ভাল ব্যবসা দিচ্ছে সেটাকে চট করে নামিয়ে দেওয়া যায় না। তবে খাদান হল পায়নি এই অভিযোগকে তিনি নস্যাৎ করেছেন।
advertisement
আরও পড়ুন: লড়াইয়ে নামার আগেই অল্লুর পুষ্পা ২-র কাছে হারল ‘খাদান’? হল পাচ্ছে না দেবের ছবি
অন্যদিকে সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় একটাও সিঙ্গেল থিয়েটার পায়নি সন্তান। এই নিয়ে হল মালিকদের ওপর রাজ চক্রবর্তীর আক্ষেপ রয়েছে। তবে রাজ এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। এক সঙ্গে বাংলায় মুক্তি পাবে চারটি বাংলা ছবি! আর এই সময়েই বাংলা ছবির হল পাওয়া ও না পাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে!