অনুপর্ণা রায় পরিচালিত ছবি ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’–এর জন্য অরিজন্টি’ বিভাগে তিনি এই পুরস্কার জিতেছেন। মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবন সংগ্রামের গল্প বলেছে এই ছবি৷ তাঁর এই দুর্দান্ত গল্প আন্তর্জাতিক মহলে দারুণ প্রশংসায় কুড়িয়েছে।
আরও পড়ুন-সেপ্টেম্বরেই ‘মালামাল’…! মা দুর্গার সবচেয়ে প্রিয় এই ৪ রাশি, দু-হাত ভরিয়ে দেবেন অঢেল অর্থ-যশ-সম্পত্তি, মহালক্ষ্মী রাজযোগে ভাসবেন টাকার সমুদ্রে
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মেয়ে এই সাফল্যে গর্বিত৷ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! পুজোর আগেই ‘মালামাল’ ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলে যাবে ভাগ্যের দরজা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার পরই দেশে ফিরে মুম্বই থেকে টেলিফোনে নিউজ ১৮ বাংলাকে অনুপর্ণা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং মুখ্যমন্ত্রীকে তিনি প্রণাম জানান। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভালবাসায় তিনি ভীষণ আপ্লুত। ভবিষ্যতে অনুপর্না তৃতীয় বিশ্বের দেশের মানুষদের নিয়ে ছবি তৈরি করতে চান। ব্রিটিশ ইন্ডিয়ার ছবি তৈরির পরিকল্পনা রয়েছে তার। আর পুরুলিয়াবাসীর কাছে তিনি কৃতজ্ঞ এবং পুরুলিয়ার মেয়ে হিসেবে তিনি গর্বিত। তিনি পুরুলিয়ার ভাষায় কথা বলেন এবং নিজের বাংলার মাটির জন্য গর্ববোধ করেন।