TRENDING:

Durga Puja Film Release| Shororipu 2 Jotugriho: ২০ বছর পর পুজোয় চিরঞ্জিতের ছবি, ষড়রিপু ২-র গোয়েন্দা গল্প নিয়ে আশাবাদী পরিচালক

Last Updated:

ছবির (Shororipu 2 Jotugriho)ট্রেলার মুক্তি পেয়েছে এবং ভাল সাড়াও পেয়েছে দর্শকদের থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই পুজোয়ে আসছে ষড়রিপু ২ জতুগৃহ (Shororipu 2 Jotugriho)৷ ষড়রিপুর সিকুয়াল এই ছবি৷ আবারও পর্দায় দেখা যাবে ডিটেকটিভ চন্দ্রকান্তকে (detective Chandrakanta), রহস্য সমাধানে৷ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে এবং ভাল সাড়াও পেয়েছে দর্শকদের থেকে৷ আগের ছবির মতোই এই ছবিও ঘন রহস্যে মোড়া এবং গোয়েন্দা চরিত্রে থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী৷ প্রায় ২০ বছর পর পুজোতে (Durga Puja 2021 release) তাঁর ছবি রিলিজ হতে চলেছে৷ ঠিক ২০ বছর কিনা বলতে পারছি না, তবে বহুদিন পর আবার পুজোতে আমার ছবি রিলিজ৷ ভাল তো লাগছেই, তবে এই সময় কতটা হল ভরবে, সেটাই চিন্তার৷ বলছেন স্টার চিরঞ্জিত(Chiranjeet Chakraborty)৷
ষড়রিপু ২ জতুগৃহ৷
ষড়রিপু ২ জতুগৃহ৷
advertisement

আরও পড়ুন COVID19 Special: করোনাকালে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে শিল্পীরা তৈরি করলেন 'যেই আয়নায় দেখছ মুখ'

উল্লেখ্য এবার দেব-জিতের সঙ্গে জোরদার টক্কর দেবেন চিরঞ্জিত! এবং এখানে কিছুটা তাঁকে এগিয়ে রাখছেন অনেকে৷ কারণ অবশ্যই ছবিতে তাঁর চরিত্রটি৷ বাঙালিদের কাছে গোয়েন্দাদের একটা গুরুত্ব রয়েছে৷ তা সে সাহিত্যর পাতা থেকে উঠে আসা ফেলুদা, ব্যোমকেশ হোক বা ছবির চন্দ্রকান্তা! একই ভাবে ছবির গল্পের উপর ভরসা রাখছেন পরিচালক অয়ন চক্রবর্তী৷ বাঙালি দর্শকদের মধ্যে অজানাকে জানার একটা ইচ্ছে থাকে৷ গল্পের টানে আশা রাখছি দর্শক হলমুখো হবে৷ ডিটেকটিভ, পাজেল সলভিং বিষয়টা অনেকের বেশ পছন্দের৷ ষড়রিপু অনেকে দেখেছেন৷ তাঁরা আবার এই ছবির সিকুয়্যাল দেখতে হলে আসবেন, এটা মনে হচ্ছে৷ জানিয়েছেন পরিচালক অয়ন চক্রবর্তী৷

advertisement

পুজোয়ে ছবি মুক্তি নিয়ে আলাদা যেমন আবেগ কাজ করছে, তেমনই করোনার সময়টা ভাবাচ্ছে পরিচালক অয়ন ও অভিনেতা চিরঞ্জিতকে (Chiranjeet Chakraborty)৷ অয়নের কথায়, এখনও হলগুলিতে ৫০ শতাংশ ছাড় রয়েছে৷ একটা সিট ছেড়ে বসার অনুমতি রয়েছে৷ এগুলো এড়িয়ে কতজন দেখতে আসবেন ছবি, সেটা চিন্তার৷ সঙ্গে লকডাউনের ফলে অনেকে চাকরি নেই, আয় কমেছে, সেগুলোও একটা নেতিবাচক দিক৷ তবে কতদিন ছবিটা ফেলে রাখা যায়৷ তাই পুজোয়ে রিলিজের (Durga Puja 2021 Bengali Film release) সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক৷

advertisement

গত বছর থেকে ছবির বাজার মন্দা৷ কোনও ছবিই সেভাবে চলছে না৷ মানুষ হলে আসছেন না সেভাবে৷ সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কতটা দর্শকদের কাছে পৌঁছবে, তা নিয়ে চিন্তায় অভিনেতা চিরঞ্জিতও৷ তবে অভিনেতা হিসেবে তাঁর একটা ফ্যান ফলোয়ার রয়েছে৷ তাঁরা ছবিটা দেখবে, আশা করছেন অভিনেতা-বিধায়ক৷ অবশ্যই অয়ন চক্রবর্তী তাঁর প্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম৷ অয়নের মধ্যে মধ্যবর্তী বা প্যারালাল ছবি বানানোর ক্ষমতা রয়েছে৷ বেশি আঁতেল ছবি হলে দর্শক সংখ্যা কমে যায়৷ নায়ক থেকে অভিনেতা তৈরি হন ঠিকই কিন্তু নায়ক ছাড়া বক্স অফিস চলে না, জোড় গলায় জানালেন স্টার চিরঞ্জিত৷

advertisement

আরও পড়ুন Shororipu 2 Jotugriha Trailer: নতুন রহস্য নিয়ে পর্দায় ফিরছেন 'চন্দ্রকান্ত' চিরঞ্জিৎ চক্রবর্তী, মুক্তি পেল ষড়রিপু ২-এর ট্রেলার

শাশ্বত চট্টোপাধ্যায়, রজত শর্মা, অরুণিমা ঘোষ, দর্শনা ভৌমিকের মতো নামী-দামী অভিনেতারা রয়েছেন তাঁর ছবিতে৷ তাঁদের সকলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল অয়নের৷ বিশেষ করে তিনি উল্লেখ করেন তাঁর ছবির সঙ্গীত পরিচালক রূপম ইসলামের কথা৷ রূপম খুবই প্রতিভাবান৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপমের কাজ নিয়ে ভূয়সী প্রশংসা করেন পরিচালক অয়ন চক্রবর্তী৷ বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এতটাই ভাল যে ছবির মান কয়েকগুন বাড়িয়ে দেবে, মানছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই পুজোতে ষড়রিপু ২-এ (Shororipu 2 Jotugriho) গোয়েন্দা গল্পে ভরসা থাক দর্শকদের৷ হলমুখো হন দর্শক৷ এমনই শুভেচ্ছা রইল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Durga Puja Film Release| Shororipu 2 Jotugriho: ২০ বছর পর পুজোয় চিরঞ্জিতের ছবি, ষড়রিপু ২-র গোয়েন্দা গল্প নিয়ে আশাবাদী পরিচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল