TRENDING:

Anurag Kashyap-Debaloy Bhattacharya: আমার এই ছবি দেখেও অনুরাগের ‘ঘটিয়া’ মনে হলে ছবি বানানো ছেড়ে দেব, কাশ্যপকে সরাসরি চ্যালেঞ্জ দেবালয়ের

Last Updated:

Anurag Kashyap-Debaloy Bhattacharya: বাংলার নিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপকে? নিজের শেষতম ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’কে ‘ঘটিয়া’ তকমা দিলেন। কিন্তু কেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘‘বাংলা আসলে চিরকালই অনেকটা উঁচুতে ছিল, তা সে ছবির ক্ষেত্রে হোক বা নাটক, পেইন্টিংয়ের ক্ষেত্রে হোক বা সাহিত্য, অথবা আরও অন্যান্য শিল্প। এক সময় বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে উন্নত মানের ছবি বানিয়েছে। কিন্তু এখনকার বাংলা ছবি দেখি না, অনেক উঁচু থেকে ধপাস করে মান পড়ে গেলে যা হয়…’’ নিউজ18 বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন বলিউডের উচ্চপ্রশংসিত পরিচালক অনুরাগ কাশ্যপ। তার পরে শহরের আরও একটি অনুষ্ঠানে এখনকার বাংলা ছবিকে ‘ঘটিয়া’ তকমা দিয়েছিলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর নির্দেশক।
অনুরাগ কাশ্যপকে চ্যালেঞ্জ দেবালয় ভট্টাচার্যের
অনুরাগ কাশ্যপকে চ্যালেঞ্জ দেবালয় ভট্টাচার্যের
advertisement

তারপর? তোলপাড় হয়ে গিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া থেকে ইন্ডাস্ট্রির অন্দরমহল, বিভক্ত হয়ে গিয়েছিল দুই ভাগে। কেউ বলছেন, অনুরাগ যা বলেছেন, একদম ঠিক, ওঁর ধক রয়েছে, তাই বলতে পেরেছেন। কেউ আবার বলছেন, অনুরাগ নিজে শেষ কবে ভাল ছবি বানিয়েছেন শুনি, উনি কীভাবে একটি ইন্ডাস্ট্রিকে ছোট করতে পারলেন, এখনকার কটা বাংলা ছবি দেখেছেন তিনি?

advertisement

সেই ঘটনার প্রায় দেড় মাস পরে বাংলার নিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপকে? নিজের শেষতম ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’কে ‘ঘটিয়া’ তকমা দিলেন। কিন্তু কেন?

advertisement

নববর্ষ উপলক্ষে আগামী ১২ এপ্রিল হইচই-তে মুক্তি পাচ্ছে ছবিটি। মধ্যবিত্ত, রুচিশীল বাঙালি সংস্কৃতি যে গোয়েন্দা দীপক চ্যাটার্জীকে গ্রহণ করেনি, স্বপনকুমারের সেই গোয়েন্দাকে পর্দায় নিয়ে এসেছেন দেবালয়। ব্যোমকেশ, ফেলুদার যৌক্তিক দুনিয়া নয়, রহস্য-রোমাঞ্চকর এক অবাস্তব, পরাবাস্তব জগৎকে টেনে হিঁচড়ে বাঙালির সামনে দাঁড় করিয়ে দিয়েছেন দেবালয়। চলচ্চিত্রটি সমালোচক থেকে শুরু শ্রোতারা, এই ছবিটি বানানোর ঘরানা, গল্পকথন এবং এই অনন্য প্রয়াসকে প্রশংসায় ভরিয়ে তুলেছিলেন। বর্ষীয়ান অভিনেতা পরান বন্দোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়ের যুগলবন্দি নিয়েও কম মাতামাতি হয়নি গত জানুয়ারি মাসে।

advertisement

আরও পড়ুন: এখনকার বাংলা ছবি দেখি না, অনেক উঁচু থেকে ধপাস করে মান পড়ে গেলে যা হয়, একান্ত সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ

নিজের ছবির ওটিটি মুক্তির ঘোষণার পাশাপাশি একটি ভিডিও প্রকাশ করলেন দেবালয়। জানালেন, এখনকার বাংলা ছবির অবনতি হয়েছে বলেই তিনি মনে করেন। এমনকি নিজের ছবিকেও সেই অবনতির জোয়ারে ভাসিয়ে দিতে দ্বিধাবোধ করেননি। ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’কেও এই ‘ঘটিয়া’ ছবির অন্তর্ভুক্ত করে নিয়েছেন দেবালয়। নিজের চিত্রনাট্য, সংলাপ এবং দীপক চ্যাটার্জি এবং স্বপন কুমারের চরিত্রের খুঁটিনাটি ধরে সমালোচনা করেন। কিন্তু সেই মন্তব্যগুলিতে ব্যঙ্গ স্পষ্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখনকার বাংলা ছবির প্রতি অনুরাগের রাগ-অনুরাগের প্রসঙ্গ তুলে সরাসরি চ্যালেঞ্জ করেন দেবালয়। আগামী ১২ এপ্রিল ওটিটি-তে মুক্তি পাওয়ার পর সেই ছবি দেখে যদি অনুরাগ তাঁর বিশ্বাসে দৃঢ় থাকেন যে বাংলা সিনেমা নিম্নমানের হয়ে গিয়েছে, তাহলে দেবালয় আর ছবি বানাবেন না বলে ঘোষণা করেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anurag Kashyap-Debaloy Bhattacharya: আমার এই ছবি দেখেও অনুরাগের ‘ঘটিয়া’ মনে হলে ছবি বানানো ছেড়ে দেব, কাশ্যপকে সরাসরি চ্যালেঞ্জ দেবালয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল