ছবির বাচ্চা ছেলেটি সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী! তিনি বসে আছেন কিংবদন্তী সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়ের কোলে! বহু পুরনো এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরব নিজেই! লিখেছেন, '' যখন কিংবদন্তী সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায় আমায় তাঁর ক্যামেরায় চোখ রাখতে দিয়েছিলেন। পাশে আমার বাবা। ছবিটা এক্সট্রা-স্পেশাল।''
গত বছরের নভেম্বরেই গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষের ১১ বছরের একসঙ্গে পথ চলা সম্পূর্ণ হয়েছে। যেখানে টলিউডে প্রতি মুহূর্তে সম্পর্কে ভাঙনের কিস্যা সামনে আসছে, সেখানে প্রেম থেকে দাম্পত্য--- একই রকম রয়ে গিয়েছেন এই তারকা জুটি। দীর্ঘ সাত বছর সম্পর্কের পরে সাত পাক ঘোরেন কপোত-কপোতি। এক সপ্তাহ জুড়ে চলেছিল বিয়ের হরেক অনুষ্ঠান।
আরও পড়ুন: 'খুব মিস করি তোমায়', সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে আবেগঘন পোস্ট রিয়ার
গতবছর মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী এবং স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। বছরটা খুব খারাপ কেটেছিল গোটা পরিবারের! মাতৃদিবসের ঠিক ৭ দিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন রিমা ঘোষ। ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলেন অভিনেত্রী। পাঁচ দিন করোনার সঙ্গে লড়াই করে হার মানতে হয় তাঁকে। এখানেই শেষ নয় যন্ত্রণার। প্রয়াত হন গৌরব এবং অর্জুন চক্রবর্তীর দিদা অর্থাৎ মিঠু চক্রবর্তীর মা প্রয়াত হলেন করোনায় আক্রান্ত হয়ে। নয়া দিল্লিতে থাকতেন তিনি।
আরও পড়ুন: লুক-টেস্ট সারা, রাজ চক্রবর্তীর হাত ধরে এবার হয়তো ধারাবাহিকে বাবুল সুপ্রিয়
ঋদ্ধিমার বাবাও কোভিড সংক্রমিত হয়েছিলেন। সেই সময় গৌরব লিখেছিলেন, ‘যখনই ভাবলাম যে সামলে উঠেছি, তখনই জানতে পারলাম আমি আর ঋদ্ধিমা দু’জনেই করোনা পজিটিভ’। নেটাগরিদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘এই পোস্টটা করছি কারণ, আমি বলতে চাই যে আপনারা একা নন। এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে আছি’। জানালেন, তাঁদের পাশে রয়েছেন অনেকেই। যাঁদের এটা কাজ নয়, তাঁরা তাঁদের সাধ্যমতো সাহায্য করে চলেছেন। তাঁদের ধন্যবাদ দিয়ে গৌরবের বক্তব্য, ‘এই ঝড় এক দিন থেমে যাবে’। এপ্রিল মাসে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তীও করোনার কবলে পড়েছিলেন। বাড়িতে নিভৃতবাসে ছিলেন তিনি।