TRENDING:

Bela Shuru: ‘যদি তোমাকে চিনতে না পারি...’, পবিত্রচিত্ত নন্দী জানতেন না একদিন এই পরিহাস দেখা দেবে কর্কশ বাস্তব হয়ে

Last Updated:

Bela Shuru:পবিত্রচিত্তবাবুর সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘এত ছবি তোলো কেন?’ জিজ্ঞাসা করতেন গিন্নি৷ কর্তা মজা করে উত্তর দিতেন ‘যদি তোমাকে চিনতে না পারি, ভুলে টুলে যাই...’৷ দমদমের পবিত্রচিত্ত নন্দী জানতেন না, একদিন এই পরিহাস দেখা দেবে কর্কশ বাস্তব হয়ে৷ জীবনের উপান্তে এসে দেখা গেল সত্যি চেনা যাচ্ছে না৷ তিনি নন৷ তাঁকেই চিনতে পারেতন না তাঁর স্ত্রী গীতা নন্দী৷ দমদমের এই নন্দী দম্পতিকে নিয়েই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় করেছেন তাঁদের ‘বেলাশুরু’৷ পবিত্রচিত্তবাবুর সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ৷
সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর জুটির শেষ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর জুটির শেষ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে
advertisement

সেখানে পবিত্রচিত্ত বলছেন তাঁর বরাবরই ছবি তোলার শখ৷ দেশে বিদেশে বহু ঘুরেছেন তিনি ও তাঁর স্ত্রী৷ পুরীতেই গিয়েছেন ২১ বার৷ সেই সব ছবি থেকে প্রায় ২০০ টি ছবি নিয়ে বাড়ির নীচের একতলার ঘরে সাজিয়ে রেখেছিলেন তিনি৷ গীতাদেবীকে দেখাতেন, বিশেষ বিশেষ মুহূর্তের ছবি বেশি করে দেখাতেন, যাতে বিরল রোগাক্রান্ত স্ত্রী তাঁকে চিনতে পারেন৷ তাঁদের এই সংগ্রাম চিকিৎসকদের কাছে হয়ে উঠেছিল কেস স্টাডি৷ সংবাদপত্রে নন্দী দম্পতির কথা পড়ে ছবি করার কথা মাথায় আসে শিবপ্রসাদ ও নন্দিতার৷ তাঁদেরই ‘বেলাশুরু’-র অনুপ্রেরণা বলেছেন তাঁরা৷

advertisement

আরও পড়ুন : সৌমিত্র-স্বাতীলেখার মতো ‘বেলাশুরু’ দেখতে পাবেন না পবিত্রচিত্ত-গীতাও

আরও পড়ুন : অনীকের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত! জিতুর অভিনয় অতুলনীয়

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’৷ তার সাত বছর পর পর্দায় ছবির দ্বিতীয় অংশ৷ মুক্তি পাবে ২০ মে৷ ইতিমধ্যেই ভাইরাল ছবির ‘টাপাটিনি’ গান৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর জুটির শেষ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে৷ পবিত্রচিত্ত ও গীতার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছেন সৌমিত্র এবং স্বাতীলেখা৷ ‘গোত্র’ মুক্তির আড়াই বছর পর চিরকালীন এই জুটির ছবিই দর্শকদের উপহার দিলেন শিবপ্রসাদ ও নন্দিতা৷ শুধু রয়ে গেল একটি আক্ষেপ৷ যাঁরা অনুপ্রেরণা, তাঁরাই পর্দায় দেখতে পেলেন না তাঁদের জীবনের গল্প৷ অতিমারি পর্বে তাঁরা চলে গিয়েছেন না ফেরার দেশে৷ তাঁদের মতোই জীবনের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন পর্দার জুটিও৷ এই দুই জুটির আসন শূন্যই রয়ে যাবে প্রেক্ষাগৃহের প্রতি শো-এ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bela Shuru: ‘যদি তোমাকে চিনতে না পারি...’, পবিত্রচিত্ত নন্দী জানতেন না একদিন এই পরিহাস দেখা দেবে কর্কশ বাস্তব হয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল