মৃত্যুর দু'দিন আগে গায়ক-সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি নিজেরই একটা বহু পুরনো ছবি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রামে (Bappi Lahiri Instagram Post)। নিজের সিগনেচার স্টাইলে, সানগ্লাস ও সোনার গয়না পরা সেই ছবি শেয়ার করে বাপ্পি লাহিড়ি লিখেছিলেন, 'ওল্ড ইজ অলওয়েজ গোল্ড' (Bappi Lahiri Instagram Post)। অর্থাৎ পুরনোই চিরন্তন। পুরনো দিনের গান, পুরনো দিনের সাজ, পুরনো দিনকেই যেন শেষবারের মতো ছুঁয়ে দেখছিলেন নিজের পোস্টে। হয়তো পুরনো দিনের কথা মনে পড়ছিল তাঁর। নিজের পুরনো ছবিতেই যেন চিরকালীন সত্যকে বলে দিয়ে গেলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Instagram Post)।
advertisement
আরও পড়ুন: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?
আরও পড়ুন: কেন পৃথিবী থেকে এমন মানুষগুলো চলে যায়? ডিস্কো কিং বাপ্পি লাহিড়িকে হারিয়ে মন খারাপ বলিউডের
১৯৫২ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মেছিলেন বাপি লাহিড়ি। এই সিরাজগঞ্জ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলার মধ্যে পড়ে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দু'জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন, যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে।
হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবারই বাড়ি ফেরেন বাপ্পি। কিন্তু মঙ্গলবারই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারিক চিকিৎসক তাঁকে ফের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হতে বলেন। মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।