TRENDING:

Bangladeshi Actress Sharmeen Akhee: ভয়ঙ্কর বিস্ফোরণ মেকআপ রুমে! অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের শারমিন

Last Updated:

Bangladeshi Actress Sharmeen Akhee: স্বামী বলেন, ‘‘প্রথম দিনেই চিকিৎসকেরা আঁখির হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলেছেন, ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। তার দুই হাত–পা মুড়িয়ে গেছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: ভয়ঙ্কর বিস্ফোরণ মেকআপ রুমে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের অভিনেত্রী শারমিন আঁখি। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিদগ্ধ নায়িকার অবস্থা বেশ সঙ্কটজনক। এখনই কিছু বলা যাচ্ছে না। অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে।  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাঁর।
শারমিন আঁখি
শারমিন আঁখি
advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। এখনও বিপদ থেকে মুক্ত নন তিনি। শারীরিক অবস্থা বুঝে আজ চিকিৎসকরা তাঁকে কেবিনে স্থানান্তরিত করতে পারেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক আধিকারিক জানান, অবস্থার পরিবর্তন হয়নি। আজও একই রকম রয়েছেন আঁখি। তাঁর শ্বাসনালি পুড়ে গিয়েছে, খুব একটা শঙ্কামুক্ত নন।

advertisement

আরও পড়ুন: মঞ্চে আক্রান্ত কৈলাস! কেবল হিন্দি গান গাওয়ার জন্য নাকি বোতল ছোড়া হল গায়কের দিকে

আরও পড়ুন: গোল্ডেন গ্লোবসের সাফল্যের পরেই এ কী হল! তড়িঘড়ি হাসপাতাল ছুটলেন জুনিয়র এনটিআর

গত শনিবার মিরপুরে একটি শ্যুটিং করছিলেন তিনি। হঠাৎই তাঁর মেকআপ রুমে ভয়ানক বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

আঁখির স্বামী নাট্য নির্মাতা রাহাত কবির হাসপাতাল থেকে বলেন, ‘‘অবস্থা এখনও স্টেবল নয়। এর মাঝেই হঠাৎ করে অবস্থা কিছুটা খারাপ হয়েছিল। প্লাজমা কমে যাচ্ছিল। চিকিৎসকেরা আমাদের জানিয়েছিলেন রক্ত প্রস্তুত রাখতে। এখন প্লাজমা দেওয়া হচ্ছে। নিয়মিত ডোনার প্রস্তুত রাখতে হচ্ছে। কারণ বার্ন রোগীর শারীরিক অবস্থা ফল করার আশঙ্কা থাকে। এ ধরনের রোগী সেনসিটিভ। পাঁচ দিন না গেলে অবস্থা বোঝা যাবে না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। আঁখির হাত, পা ও মুখ ঝলসে গিয়েছিল। পোড়া চামড়ার কিছু অংশ খুলে পড়ছিল। প্রথম দিনেই চিকিৎসকেরা আঁখির হাতের কনুই পর্যন্ত চামড়া কেটে ফেলেছেন, ঊরুর চামড়াও কাটতে হয়েছে। মুখের কিছু অংশ পুড়েছে। তার দুই হাত–পা মুড়িয়ে গেছে।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladeshi Actress Sharmeen Akhee: ভয়ঙ্কর বিস্ফোরণ মেকআপ রুমে! অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের শারমিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল