এর জন্য দায়ী ফুটবল বিশ্বকাপ। যার জ্বরে ভুগছে গোটা পৃথিবী। যাতে এই একটির জন্য আর একটি ধাক্কা না খায়, তাই 'হইচই'-এর তরফে সিরিজের মুক্তি পিছিয়ে দেওয়া হয়। ১৫ ডিসেম্বরের বদলে ২২ ডিসেম্বর ফুটবল-জ্বর ছেড়ে চঞ্চল-জ্বরে ভুগবে দর্শক।
আরও পড়ুন: 'কারাগার'-এর রহস্য ফাঁস! বন্দি চঞ্চল আসলে কে, বড় ইঙ্গিত মিলল ২য় সিজনের ট্রেলারে
advertisement
আরও পড়ুন: দু'দেশের মানুষই স্বাধীন, তাও গণ্ডি রয়ে গিয়েছে, সিনেমার বাধাবিপত্তি নিয়ে আক্ষেপ চঞ্চলের
নিউজ18 বাংলার সঙ্গে আড্ডায় চঞ্চলকে প্রশ্ন করা হয়, মুক্তি পিছিয়ে দেওয়ায় কি তিনি খুশি? কারণ চঞ্চল তো নিজে ফুটবলের ভক্ত। আর্জেন্টিনাকে মনপ্রাণ দিয়ে সমর্থন করেন।
কিন্তু চঞ্চল একেবারে উল্টো কথা বললেন। তিনি মোটেও খুশি নন। চঞ্চল নিজের কারাগারে দর্শকদের বন্দি করতে মরিয়া হয়ে উঠেছিলেন। তাঁর কথায়, ''আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল। সিরিজের মুক্তি এক সপ্তাহ পিছিয়ে যাওয়া মানে দর্শককে অপেক্ষায় রাখা। একইসঙ্গে আমিও তো অপেক্ষা করছি সিরিজটা দেখার জন্য। এক্ষেত্রে আমি একদমই দর্শক। সাধারণ দর্শকের ভাল লাগার সঙ্গে আমিও একাত্ম হয়েছিলাম। চাইছিলাম তাড়াতাড়ি মুক্তি পাক।''
তবে একইসঙ্গে ফুটবল-প্রেমী চঞ্চল বললেন, ''একদিক থেকে ভাল লেগেছে, ঠান্ডা মাথায় খেলাটা দেখতে পারব।''
সম্প্রতি মুক্তি পেল 'কারাগার ২'-এর ট্রেলার। সৈয়দ আহমদ শওকির এই সিরিজের দ্বিতীয় সিজনে দ্বৈত সত্তায় দেখা দেবেন চঞ্চল। মূক-বধির বন্দি এবং টিপটপ সাজে ডেভিড অ্যাডামস। ফুটবল বিশ্বকাপ শেষ হতেই এই দুই চরিত্র নিয়ে হাজির হবেন চঞ্চল।