প্রায় ৩ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে দেখা গিয়েছে, অক্ষয় কুমার হলেন বচ্চন পান্ডে, একজন ঠান্ডা মাথার খুনি। নিজেকে 'গজফাদার' বলতে পছন্দ করেন তিনি। তাঁর রাস্তায় কেউ এলেই তাঁকে খুন করেন বচ্চন পান্ডে। ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন কৃতী শ্যানন, তাঁর নজরে পড়েন বচ্চন পান্ডে। সঙ্গী বিশু অর্থাৎ আরশাদ ওয়ারসির সঙ্গে বচ্চন পান্ডের জীবনের উপর ডকুমেন্টারি ৈতরির সিদ্ধান্ত নেন মীরা অর্থাৎ কৃতী। সেই পুরনো জীবন জানতে গিয়েই একের পর এক গল্প সামনে আসতে থাকে ছবিতে।
advertisement
আরও পড়ুন: আচমকাই অমিতাভ বচ্চনের দেহরক্ষী, মুম্বই পুলিশ জিতেন্দ্র শিন্ডে সাসপেন্ড! কিন্তু কেন?
আরও পড়ুন: কপিলের শো-তে ডোলা রে ডোলা, মাধুরীর স্টেপ করতে গিয়ে ভয়ঙ্কর অবস্থা সকলের! দেখুন
জানা যায়, বচ্চন পান্ডে নিজের প্রেমিকা সোফি অর্থাৎ জ্যাকলিন ফার্নান্ডেজকেও খুন করেছে। এমন ঠান্ডা মাথার খুনির খপ্পড়ে পড়ে ফেঁসে যায় মীরা ও বিশু। আর সেই গল্পেই রয়েছে চূড়ান্ত কমেডিও। সোশ্যাল মিডিয়ায় এদিন ছবির ট্রেলার শেয়ার করেছেন কৃতী শ্যানন। লিখেছেন, 'হোলি পে গোলি। বচ্চন পান্ডে শেষ পর্যন্ত চলে এসেছে। খুবই উচ্ছ্বসিত আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে।... অ্যাকশন-রোম্যান্স-কমেডি পুরো ধামাল ছবি এটি'।
ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ সামজি। ২০১৯ সালে হাউজফুল ৪ করার পর ফের অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় দেখা যাবে কৃতী শ্যাননকে। ওই ছবিটিও ফারহাদ সামজিই পরিচালনা করেছিলেন। ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ১৮ মার্চ ২০২২-এ বড় পর্দায় মুক্তি পাবে বচ্চন পান্ডে।