রামদেবের বক্তব্য, বলিউডের তারকারা নাকি মাদক সেবনকে আসকারা দেন! তাঁর কথায়, '' সলমন খান নিয়মিত মাদক সেবন করেন। আমির খানের বিষয়ে তেমন জানা যায় না! তবে শাহরুখ খান পুত্র আরিয়ান খান মাদক মামলায় জড়িয়ে পড়েছিলেন, আটকও হয়েছিলেন। অভিনেত্রীরা যে কী করেন...!''
আরও পড়ুন: শুধু সন্তান নয়, স্ত্রীদেরও স্বীকৃতি চাই, বাংলাদেশের শাকিবের বিরুদ্ধে প্রতিবাদ
advertisement
আরও পড়ুন: আত্মীয়ের গর্ভেই ছিল নয়নতারার সন্তান, ভিগনেশের সঙ্গে নায়িকার বিয়ের রহস্যও ফাঁস
মোরাদাবাদে আর্যবীর এবং বীরাঙ্গনা সম্মেলনে রামদেব যোগগুরু শুধুই বলিউডের বিরুদ্ধে তোপ দেগে ক্ষান্ত হলেন না, আক্রমণ করলেন রাজনীতিকদেরও! তাঁর মতে, ভোটের সময় মদ বিলি হয়। রামদেবের অভিযোগ, তারকা ও রাজনীতিকদের মধ্যে মাদকের ছড়াছড়ি। সবশেষে, দেশকে সব রকমের নেশা থেকে মুক্ত করতে দেশবাসীর কাছে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।