TRENDING:

ফের মুক্তি পাচ্ছে বাহুবলি টু!

Last Updated:

ফের আছড়ে পড়তে চলেছে বাহুবলি ঝড় ৷ ফের তুফান উঠবে বক্স অফিসে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের আছড়ে পড়তে চলেছে বাহুবলি ঝড় ৷ ফের তুফান উঠবে বক্স অফিসে ৷ ফের কাটাপ্পা, বাহুবলিকে নিয়ে শুরু হবে কৌতুহল ৷ তবে গোটা কাণ্ডটাই চলবে চিন দেশে ৷ কারণ, শুক্রবার চিনে মুক্তি পেতে চলেছে বাহুবলি টু !
advertisement

ইতিমধ্যেই আমির খানের দঙ্গল ছবিটি চিনে দারুণ সাড়া ফেলেছে ৷ বক্স অফিসে ব্যবসার অঙ্কও যথেষ্ট ভালো ৷ হয়তো এবার দঙ্গল ছবিরই পথ অনুসরণ করতে চলেছে বাহুবলি টু ৷

আরও পড়ুন 

আবার খবরে 'কলঙ্ক'! প্রকাশ্যে এল মাধুরী দীক্ষিতের চরিত্র

advertisement

আপাতত, ছবির বাহুবলি দক্ষিণী নায়ক প্রভাস ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ছবি ‘সাহো’র জন্য ৷ জানা গিয়েছে, প্রায় ৯০ কোটি টাকা খরচ হতে চলেছে এই ছবির দুবাইয়ের শ্যুটিংয়ে ৷ এই ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে নীল নীতিন মুকেশকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের মুক্তি পাচ্ছে বাহুবলি টু!