সেই ছবিগুলিতে আথিয়ার সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে এক গোপন সম্পর্কে বিষয়টিতে যেন আরও জল্পনা উস্কে দেয় ৷ সম্প্রতি এই ছুটির বেশ কিছু ছবি সামনে এসেছে ৷ সেই ছবিতে আথিয়ার সঙ্গে কেএল রাহুলকে দেখতে পাওয়া গিয়েছে ৷ কিছুদিন আগেই মুম্বই বিমানবন্দরে কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে দেখতে পাওয়া গিয়েছিল ৷ দুজনেই ফিরে এসেছে আরও নতুন ছবি সোস্যাল মিডিয়ায় আপলোড করাতে উষ্ণতা আরও ছড়িয়েছে ৷ বেশ ঘনিষ্ঠ ছবিতেই ছড়িয়েছে জল্পনা ৷ বন্ধুতের সঙ্গে কখনও রিকশা তো কখনও অন্যখানে মজা করছিলেন তাঁরা ৷
advertisement
কিছুদিন আগেই হার্দিক পাণ্ডিয়া তাঁর বান্ধবীর সঙ্গে আংটি বদল সেরেছেন ৷ একই সঙ্গে জল্পনা বেড়েছে আথিয়া ও কেএল রাহুলের সম্পর্ক সবার সামনে আসুক এবং তাঁরা মেনে নেন ৷ তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই এর সত্যতা স্বীকার করেনি ৷ একটি সাক্ষাৎকারে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির বিষয়ে বাবাকে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে মেয়ে বলেন সময় বদলেছে তাঁর সন্তানের ভালমন্দ সবাই জানেন ৷ এই কথা বলে একপক্ষে তিনি মেয়ের প্রেমকে মান্যতা দিয়েছেন ৷ মেয়ে কার সঙ্গে ডেট করছে না করছে তিনি খুব ভাল করেই তা জানেন ৷