TRENDING:

কিডনি বিকল! জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা প্রয়াত, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনাও করেছিলেন জনপ্রিয় অভিনেতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টেলিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিনেতা আশিস রায় প্রয়াত হয়েছেন আজ ৷ সসুরাল সিমর কা, বনেগি আপনি বাত, ব্যোমকেশ বক্সী, ইয়েস বস, বা বহু আউর বিবি, মেরে অঙ্গনে মে, কুছ রঙ্গ প্যায়ার কো অ্যায়সে ভি, আরম্ভ-সহ এক ডজন টিভি শো-তে অভিনয় করেছেন আশিস রায় ৷ জানতে পারা গিয়েছে আর্থিক অসুবিধার কারণেই চিকিৎসা করতে সমস্যার সম্মুখীন হয়েছেন ৷ আশিস রায়ের দুটি কিডনিই বিকল হয়েছিল ৷ বাকি অঙ্গপ্রত্যঙ্গ ঠিক মত কাজ করছিলনা সেই কারণেই তিনি প্রয়াত হয়েছেন ৷
advertisement

তিনি সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনা করেছিলেন ৷ আশিস রায়ের হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমেছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৷ তাঁর বন্ধু সূরজ থাপর মঙ্গলবার জানিয়েছেন অশিস রায় শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়েছিল এরপরেই পরিস্থিতি একটু একটু করে জটিল হতে থাকে ৷ এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ৷ আগে আশিস রায়ের ২ বার স্ট্রোক হয়েছে ৷ গত বছরে থেকেই তাঁর শরীর বেশ খারাপ ছিল, কিন্তু এই বছরে শরীর অত্যন্ত খারাপ ছিল ৷ তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন একা থাকেন তাই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার জগন্নাথ মন্দির তো দেখেছেন..! রামনগরে ‘এই’ জগন্নাথ মন্দির কি দেখেছেন? না দেখলে 'মিস'
আরও দেখুন

অনেক সময়ে তিনি মনে করেছিলেন কলকাতায় বোনের কাছে চলে যাবেন কিন্তু কাজ তো পেতে হবে ৷ না হলে চলবে কী করে? টিভি ছাড়াও আশিস রায় হলিউডে ডাবিং করেছিলেন ৷ পেশায় তিনি একজন ভয়েস ওভার আর্টিস্ট তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল সুপারম্যান রিটার্নস, দ্য ডার্ক নাইট, গার্জিয়ান্স অফ গ্যালাক্সি, দ্য লেজেন্ড অফ টার্জন ও জোকার এই ছবিগুলিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কিডনি বিকল! জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা প্রয়াত, শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল