তিনি সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনা করেছিলেন ৷ আশিস রায়ের হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমেছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৷ তাঁর বন্ধু সূরজ থাপর মঙ্গলবার জানিয়েছেন অশিস রায় শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়েছিল এরপরেই পরিস্থিতি একটু একটু করে জটিল হতে থাকে ৷ এরপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি ৷ আগে আশিস রায়ের ২ বার স্ট্রোক হয়েছে ৷ গত বছরে থেকেই তাঁর শরীর বেশ খারাপ ছিল, কিন্তু এই বছরে শরীর অত্যন্ত খারাপ ছিল ৷ তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন একা থাকেন তাই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে ৷
advertisement
অনেক সময়ে তিনি মনে করেছিলেন কলকাতায় বোনের কাছে চলে যাবেন কিন্তু কাজ তো পেতে হবে ৷ না হলে চলবে কী করে? টিভি ছাড়াও আশিস রায় হলিউডে ডাবিং করেছিলেন ৷ পেশায় তিনি একজন ভয়েস ওভার আর্টিস্ট তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল সুপারম্যান রিটার্নস, দ্য ডার্ক নাইট, গার্জিয়ান্স অফ গ্যালাক্সি, দ্য লেজেন্ড অফ টার্জন ও জোকার এই ছবিগুলিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ৷