আরিয়ান বললেন, ‘আমি খুবই নার্ভাস আজ, প্রথমবার স্টেজে আপনাদের সামনে আমি। যদি আমার কোনও ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। … বাবা আছে সঙ্গে, তারপরেও যদি আমি ভুল করি, তাহলে মাফ করবেন, কারণ এটা আমার প্রথমবার’।
advertisement
ছেলের এমন বিশেষ দিনে শাহরুখ থাকবেন না তা তো হয় না। হাত ভাঙা শাহরুখ স্টেজে দর্শকদের বললেন, ‘আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতেই আমার পুত্র কাজের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।’
ভক্তদের দাবি, হুবহু যেন শাহরুখ খানকেই দেখা যাচ্ছে। ভিডিওর প্রথমেই আরিয়ান খানের কণ্ঠে শাহরুখের ছবি ‘মহব্বতে’র সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। এই দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে শাহরুখের কথা। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। ঝলকটি একেবারে সিনেম্যাটিক, রোম্যান্স, অ্যাকশন আর গ্ল্যামারে ভরপুর। শুধু অভিনয়ই নয় এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে। এই সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।