TRENDING:

Aryan Khan Shah Rukh Khan: 'নার্ভাস লাগছে', প্রথমবার সাংবাদিকদের সামনে ছেলে আরিয়ান, এগিয়ে এলেন বাবা শাহরুখ! তারপর? দেখুন

Last Updated:

Aryan Khan Shah Rukh Khan: আরিয়ান বললেন, 'আমি খুবই নার্ভাস আজ, প্রথমবার স্টেজে আপনাদের সামনে আমি। যদি আমার কোনও ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন।' পাশেই দাঁড়িয়ে হাত-ভাঙা শাহরুখ খান। তারপর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জীবনে প্রথমবার নিজের প্রথম কাজ ওটিটি-র জন্য তৈরি ওয়েব সিরিজের প্রচারে সাংবাদিকদের মুখোমুখি আরিয়ান খান। স্বাভাবিকভাবেই নার্ভাস। নিজের প্রথম বক্তব্যে বারবার সেই কথায় বললেন আরিয়ান। আর মঞ্চের পাশেই দাঁড়িয়ে থাকলেন বাবা শাহরুখ খান।
আরিয়ান ও শাহরুখ
আরিয়ান ও শাহরুখ
advertisement

আরিয়ান বললেন, ‘আমি খুবই নার্ভাস আজ, প্রথমবার স্টেজে আপনাদের সামনে আমি। যদি আমার কোনও ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। … বাবা আছে সঙ্গে, তারপরেও যদি আমি ভুল করি, তাহলে মাফ করবেন, কারণ এটা আমার প্রথমবার’।

আরও পড়ুন: ধূমকেতুর মতো উত্থান আদনানের, স্ত্রীর অশ্লীল ভিডিও-চারটি বিয়ে থেকে ১৬৭ কেজি ওজন কমানোর চমক! গায়কের জীবন পুরো সিনেমা!

advertisement

ছেলের এমন বিশেষ দিনে শাহরুখ থাকবেন না তা তো হয় না। হাত ভাঙা শাহরুখ স্টেজে দর্শকদের বললেন, ‘আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতেই আমার পুত্র কাজের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।’

আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভক্তদের দাবি, হুবহু যেন শাহরুখ খানকেই দেখা যাচ্ছে। ভিডিওর প্রথমেই আরিয়ান খানের কণ্ঠে শাহরুখের ছবি ‘মহব্বতে’র সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। এই দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে শাহরুখের কথা। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। ঝলকটি একেবারে সিনেম্যাটিক, রোম্যান্স, অ্যাকশন আর গ্ল্যামারে ভরপুর। শুধু অভিনয়ই নয় এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে। এই সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aryan Khan Shah Rukh Khan: 'নার্ভাস লাগছে', প্রথমবার সাংবাদিকদের সামনে ছেলে আরিয়ান, এগিয়ে এলেন বাবা শাহরুখ! তারপর? দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল