অর্ণব এবং সুনিধি দুজনেই আছেন কলকাতায়। এই সময় তাঁরা বিয়েটা সারলেন সুনিধির আসানসোলের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের কিছু কাছের মানুষ। রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। তবে সেই বিয়েতে উপস্থিত ছিলেন অর্ণবের কাজন সিস্টার মিথিলা। শুধু মিথিলা নয় ছিলেন সৃ্জিত মুখোপাধ্যায়ও।
সৃজিত এবং মিথিলা দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন অর্ণবের বিয়ের ছবি। এই ছবি শেয়ার হতেই জানাজানি হয় বিয়ের খবর। যদিও অর্ণবের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে গায়িকা সাহানাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। সাহানা ও অর্ণব এক সঙ্গে শান্তিনিকেতনে পড়তেন। সেখান থেকেই প্রেম, পরে বিয়ে। কিন্তু বাংলাদেশে গিয়ে দুজনের সংসার ঠিক জমেনি। অর্ণবকে ডিভোর্স দিয়েছেন সাহানা। তার পর বহু বছর একা একাই কেটেছে অর্ণবের। যদিও সাহানা দ্বিতীয় বিয়ে করে মিষ্টি মেয়েকে নিয়ে সুখেই আছেন। এবার অর্ণবের ঘরেও এল খুশির খবর। এক সময় নেশায় ডুবে গিয়েছিলেন অর্ণব। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবার জীবনে এত সুন্দর একটা সিদ্ধান্ত নেওয়ায়, তাঁর ভক্তরা তো বেশ খুশি।