TRENDING:

প্লেটলেট কমে বাড়ছিল দুশ্চিন্তা, এখন কেমন আছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল?

Last Updated:

আর হাসপাতালে নয়, ডেঙ্গি আক্রান্ত স্ত্রী'কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: কেমন আছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল? শনিবার রাতেই খবর এসেছিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অরিজিতের স্ত্রী কোয়েল রাই সিং। রবিবার হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় রাতেই বহরমপুরের নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে চলে গিয়েছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী। জিয়াগঞ্জের বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে।
অরিজিৎ সিং ও স্ত্রী কোয়েল
অরিজিৎ সিং ও স্ত্রী কোয়েল
advertisement

হাসপাতাল সূত্রে খবর, প্লেটলেট কমে যাওয়ায় নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল কোয়েলকে। পরে বহরমপুরের শিল্প তালুকের একটি বেসরকারি নার্সিংহোমে একদিন ভর্তি ছিলেন কোয়েল। শনিবার রাতে তিনি জিয়াগঞ্জের বাড়িতে ফিরে গিয়েছেন। আপাতত বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা ও বিশ্রাম নেবেন অরিজিতের স্ত্রী।

আরও পড়ুন: 'আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়', আলিয়া-রণবীরের সন্তান প্রসঙ্গে বিরাট দাবি মহেশ ভাটের

advertisement

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের আলোর থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। ২০১৪ সালে ছোটবেলার বান্ধবী কোয়েলকে বিয়ে করেন গায়ক। তাঁরা একই স্কুলে পড়তেন। ওই বছর জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই তারকা গায়ক।

আরও পড়ুন: দুপুরেই আসছে সুসংবাদ! আলিয়া-রণবীরের সন্তানের অপেক্ষায় গোটা দেশ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে৷ কলকাতা শহরেও প্রতিদিনই সংক্রমণ বাড়ছে৷ অনেককেই ভর্তি হতে হচ্ছে হাসপাতালে৷ সক্রিয় রয়েছে প্রশাসনও৷ নিয়মিত ডেঙ্গির মশার প্রকোপ কমাতে প্রচার চালানো হচ্ছে, মানুষের মধ্যে সচেতনা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্লেটলেট কমে বাড়ছিল দুশ্চিন্তা, এখন কেমন আছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল