হাসপাতাল সূত্রে খবর, প্লেটলেট কমে যাওয়ায় নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল কোয়েলকে। পরে বহরমপুরের শিল্প তালুকের একটি বেসরকারি নার্সিংহোমে একদিন ভর্তি ছিলেন কোয়েল। শনিবার রাতে তিনি জিয়াগঞ্জের বাড়িতে ফিরে গিয়েছেন। আপাতত বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা ও বিশ্রাম নেবেন অরিজিতের স্ত্রী।
আরও পড়ুন: 'আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়', আলিয়া-রণবীরের সন্তান প্রসঙ্গে বিরাট দাবি মহেশ ভাটের
advertisement
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের আলোর থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। ২০১৪ সালে ছোটবেলার বান্ধবী কোয়েলকে বিয়ে করেন গায়ক। তাঁরা একই স্কুলে পড়তেন। ওই বছর জানুয়ারিতে চুপিসাড়ে তারাপীঠ মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। কাউকেই এই বিয়ের ব্যাপারে টের পেতে দেননি বলিউডের এই তারকা গায়ক।
আরও পড়ুন: দুপুরেই আসছে সুসংবাদ! আলিয়া-রণবীরের সন্তানের অপেক্ষায় গোটা দেশ
এদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে৷ কলকাতা শহরেও প্রতিদিনই সংক্রমণ বাড়ছে৷ অনেককেই ভর্তি হতে হচ্ছে হাসপাতালে৷ সক্রিয় রয়েছে প্রশাসনও৷ নিয়মিত ডেঙ্গির মশার প্রকোপ কমাতে প্রচার চালানো হচ্ছে, মানুষের মধ্যে সচেতনা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে৷