কয়েক মাসের মধ্যে দু'বার হাসপাতালে ভর্তি করানো হয়েছে দীপিকাকে। নির্দিষ্ট কারণ না জানা গেলেও সূত্র মারফত শোনা গিয়েছে, এক বার তাঁর হার্ট বিট বেড়ে যাওয়ায়, আর এক বার শরীরে অস্বস্তি অনুভব করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: 'মা' হবেন দীপিকা! প্রাক্তন প্রেমিকাকে জননীর চোখে দেখবেন রণবীর, তুঙ্গে জল্পনা
এরই মাঝে স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক এবং আন্তর্জাতিক সেন্সর বোর্ডের আওদস্য উমেইর সন্ধু ট্যুইট করলেন, 'দীপিকা এবং রণবীরের মধ্যে কিছু একটা সমস্যা চলছে।'
ব্যস, চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ল এই ট্যুইট। নানা মুনির নানা মত নজরে এল।
কেউ কেই উমেইরের নিন্দা করে লিখলেন, 'তোমার কথা বিশ্বাস করি না। তুমি বলেছিলে ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা, কই? তা তো সত্যি নয়। কেন যে তোমাকে লোকে বিশ্বাস করে, ভগবান জানে।'
কেউ আবার সন্ধুর কথা বিশ্বাস করে হা হুতাশ শুরু করলেন। অন্য দিকে কয়েক জন লিখলেন, 'দীপিকা-রণবীর দু'জনেই মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। একে অপরের জন্য উপযুক্ত। তাই বিচ্ছেদ হবে না।'
কারও মতে, 'দীপিকা-রণবীরের বিয়েটা ব্যবসায়িক সিদ্ধান্ত। তাঁরা ব্র্যান্ড। তাঁরা আলাদা হবেন না।' কেউ আবার বলিউডের দম্পতিদের সম্পর্ক নিয়ে কটূক্তি শুরু করলেন।
আরও পড়ুন: শরীরে অস্বস্তি! মধ্য রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল দীপিকাকে
এমনই ডামাডোলের মাঝে হঠাৎ রণবীরের ইনস্টাগ্রাম স্টোরি নজরে এল। যেখানে তিনি আমেরিকার প্রয়াত র্যাপার কুলিওকে শ্রদ্ধা জানিয়েছেন।
দিন দুয়েক আগেও রণবীর একটি অনুষ্ঠানে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তিনি বলেন, "আমি আর দীপিকা ২০১২ সাল থেকে প্রেম করছি। ২০২২-এ আমাদের দশ বছর পূর্ণ হল।"
তবে কি কোনও ভিত্তি ছাড়াই উমেইর এমন একটি ট্যুইট করে বসলেন? নাকি যা রটেছে তার কিছু ঘটেছে? উত্তর দেবে সময়।