ফের শোনা গেল, 'কাটো'। সব কিছুই আবার স্বাভাবিক হয়ে গেল। যেন কিছুই ঘটেনি। বাস্তবে তো সত্যিই এমন কিছু ঘটেনি। এ তো মিতুল আর ইন্দ্রর গল্প। এ তো কেবল স্টুডিও। 'খেলনা বাড়ি'র সেট। আর সেই জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা একটি শটের পর্দার পিছনের ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাই নিয়েই সাড়া পড়েছে নেটপাড়ায়।
advertisement
আরও পড়ুন: 'কারাগার'-এর রহস্য ফাঁস! বন্দি চঞ্চল আসলে কে, বড় ইঙ্গিত মিলল ২য় সিজনের ট্রেলারে
আরও পড়ুন: দু'দেশের মানুষই স্বাধীন, তাও গণ্ডি রয়ে গিয়েছে, সিনেমার বাধাবিপত্তি নিয়ে আক্ষেপ চঞ্চলের
প্রসঙ্গত, সকলকে চমকে দিয়ে গত সপ্তাহের টিআরপি তালিকায় অনেকটা উপরে উঠে এসেছে 'খেলনা বাড়ি'। দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা।
মিতুল তার পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মিতুলকে অপহরণ করে অন্যত্র পাচার করে দেওয়ার পরিকল্পনা করে রণ আর অনুরাধা। কিন্তু তাকে বাঁচাতে আসে ইন্দ্র। আর সেখানেই দ্বন্দ্বে গুলি লাগবে মিতুলের। সেই ঘটনার শ্যুটিংয়েরই ভিডিও পোস্ট করেন আরাত্রিকা।