এই গানটি ইদানিং ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং৷ এমনকি এই গানের সঙ্গে নাচের স্টেপও সকলের জানা৷ স্বাভাবিক ভাবে অপরাজিতার ভিডিওটি সকলের মনে ধরেছে৷
এই ভিডিওটি পোস্ট করার সময় অপরাজিতা আঢ্য বলেন যে খুশির সহজ পথ হল নাচ! অপরাজিতা আঢ্য যে নাচতে ভালবাসেন সেকথা সকলেই জেনে গিয়েছেন৷ তিনি নিজেও নাচের মধ্যে দিয়ে মনের আনন্দ খুঁজে পান৷ ফলে যে কোনও পরিস্থিতিতে তিনি নাচতে পছন্দ করেন৷ এতে তাঁর মন ভাল থাকে৷ এবারও তার অন্যথা হল না৷ সম্ভবত কোথাও বেড়াতে গিয়ে তিনি নাচলেন এবং জিন্স-টপেই নেচে মাত করলেন অভিনেত্রী অপরাজিতা৷
advertisement
আরও পড়ুন Jojo Mukherjee Son: ৪বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম
জনপ্রিয় অভিনেত্রী আপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ৷ টিভি মানে ছোট পর্দায় তাঁকে যেমন দেখতে পছন্দ করেন দর্শকরা, তেমনই বড় পর্দায় তিনি সাবলীল৷ তাঁর ব্যক্তিত্ব এমন যে সকলেই খুব পছন্দ করেন তাঁকে৷ সবার কাছে তিনি প্রিয় অপা বা অপাদি৷ তবে শুধু অভিনয় নয়, নাচেও খুবই পটু অপরাজিতা আঢ্য৷ অর্থাৎ যেমন সুন্দর অভিনয়, তেমন সুন্দর নাচেন (Aparajita Adhya dance) তিনি৷
মাঝে মধ্যেই সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ আর অপাদির নাচে মুগ্ধ তাঁর ভক্তরা৷ এমনই এক ভিডিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ তবে শুধু নাচ নয়, অপার মিষ্টি মুখের হাসিতেই নজর কাড়ল বেশি৷