TRENDING:

Aparajita Adhya Video: কে কী বলল তাতে বয়েই গেছে! নেচেই আনন্দ পান অপরাজিতা আঢ্য, রইল ভিডিও

Last Updated:

Aparajita Adhya Instagram Trending Video: ইনস্টাগ্রামের ট্রেন্ডিং গানের সঙ্গে নাচলেন অপরাজিতা আঢ্য৷ বললেন নাচের মধ্যেই তিনি মনের আনন্দ খুঁজে পান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সবুজ মাঠে নাচ করছেন অপরাজিতা আঢ্য৷ তিনি মাঝে মধ্যেই নিজের নাচের ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে৷ যা দেখতে মুখিয়ে থাকেন তাঁর ভক্তরা৷ ছোট ছোট রিলের মধ্যে দিয়ে নিজের নৃত্য শৈলি সামনে আনেন তিনি৷ এবারও সেভাবে খোলা মাঠের মধ্যে নাচলেন একটি নেপালি গানের সঙ্গে৷
advertisement

এই গানটি ইদানিং ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং৷ এমনকি এই গানের সঙ্গে নাচের স্টেপও সকলের জানা৷ স্বাভাবিক ভাবে অপরাজিতার ভিডিওটি সকলের মনে ধরেছে৷

আরও পড়ুনSandipta Sen-Soumya Mukherjee: কাল বিয়ে, সন্দীপ্তার জন্য স্টেজে গান গাইলেন হবু স্বামী সৌম্য! সামনে এল ভিডিও

এই ভিডিওটি পোস্ট করার সময় অপরাজিতা আঢ্য বলেন যে খুশির সহজ পথ হল নাচ! অপরাজিতা আঢ্য যে নাচতে ভালবাসেন সেকথা সকলেই জেনে গিয়েছেন৷ তিনি নিজেও নাচের মধ্যে দিয়ে মনের আনন্দ খুঁজে পান৷ ফলে যে কোনও পরিস্থিতিতে তিনি নাচতে পছন্দ করেন৷ এতে তাঁর মন ভাল থাকে৷ এবারও তার অন্যথা হল না৷ সম্ভবত কোথাও বেড়াতে গিয়ে তিনি নাচলেন এবং জিন্স-টপেই নেচে মাত করলেন অভিনেত্রী অপরাজিতা৷

advertisement

আরও পড়ুন Jojo Mukherjee Son: ৪বছরে পা আদির, ছেলের জন্মদিনে জমিয়ে আনন্দ জোজোর! দেখুন ফোটো অ্যালবাম

জনপ্রিয় অভিনেত্রী আপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ৷ টিভি মানে ছোট পর্দায় তাঁকে যেমন দেখতে পছন্দ করেন দর্শকরা, তেমনই বড় পর্দায় তিনি সাবলীল৷ তাঁর ব্যক্তিত্ব এমন যে সকলেই খুব পছন্দ করেন তাঁকে৷ সবার কাছে তিনি প্রিয় অপা বা অপাদি৷ তবে শুধু অভিনয় নয়, নাচেও খুবই পটু অপরাজিতা আঢ্য৷ অর্থাৎ যেমন সুন্দর অভিনয়, তেমন সুন্দর নাচেন (Aparajita Adhya dance) তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাঝে মধ্যেই সেই নাচের ভিডিও তিনি পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়৷ আর অপাদির নাচে মুগ্ধ তাঁর ভক্তরা৷ এমনই এক ভিডিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ তবে শুধু নাচ নয়, অপার মিষ্টি মুখের হাসিতেই নজর কাড়ল বেশি৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya Video: কে কী বলল তাতে বয়েই গেছে! নেচেই আনন্দ পান অপরাজিতা আঢ্য, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল