TRENDING:

Anushka Sharma Pregnancy: ‘প্লিজ আমাকে অনুরোধ করবেন না...’ দ্বিতীয় বার মা হওয়ার জল্পনার মধ্যে এটা কী লিখলেন অনুষ্কা! জানুন সত্যিটা

Last Updated:

Anushka Sharma Pregnancy:গত সপ্তাহান্তে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে অনুষ্কা শর্মা আবার মা হতে চলেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অনুরাগী, বন্ধুবান্ধবদের কাছে সনির্বন্ধ অনুরোধ করলেন বিরুষ্কা৷ না, অনুষ্কার সম্ভাব্য দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যে জল্পনা গুঞ্জরিত হয়েছে, তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই৷ পরিবর্তে তাঁদের আর্জি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে৷ সোশ্যাল মিডিয়ায় এই সেলেব দম্পতির অনুরোধ, তাঁদের কাছে ক্রিকেট ম্যাচের পাস চেয়ে কেউ যেন অনুরোধ না করেন৷ ইতিমধ্যেই বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া৷
advertisement

রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত৷ ম্যাচের আগে বিরাট ও অনুষ্কার আবেদন, ‘‘বিশ্বকাপের দিন এগিয়ে আসছে৷ আমি আমার সব বন্ধুকে অনুরোধ করব গোটা টুর্নামেন্ট জুড়ে আমার কাছে টিকিটের জন্য অনুরোধ না করতে৷ বাড়ি থেকে খেলা উপভোগ করুন প্লিজ৷’’ এই বার্তা পোস্ট করেছেন বিরাট৷ একই বার্তা পোস্ট করেছেন অনুষ্কাও৷ সঙ্গে তাঁর সংযোজন, ‘‘এবং আমাকে এটাও যোগ করতে দিন…যদি আপনার মেসেজের উত্তর না দিই, তাহলে অনুরোধ করবেন না প্লিজ৷ আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ৷’’

advertisement

তবে দ্বিতীয় সন্তান আসছে কিনা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন এই পাওয়ার কাপল৷ গত সপ্তাহান্তে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে অনুষ্কা শর্মা আবার মা হতে চলেছেন৷ সূত্র উদ্ধৃত করে লেখা হয় ‘‘অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছেন৷ আগের বারের মতোই তাঁরা আরও পরে সারা পৃথিবীকে এ খবর জানাবেন৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনুষ্কা যে জনসমক্ষে কার্যত আসছেন না, সে কথা উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘এটা কাকতালীয় নয়৷ জল্পনা এড়াতে তিনি জনসমক্ষে আসছেন না৷’’ তবে এ কথাও বলা হয়েছে যে সম্প্রতি বিরাট ও অনুষ্কাকে মুম্বইয়ের একটি মেটারনিটি ক্লিনিকের সামনে পাপারাজ্জিরা দেখে ফেলেছিলেন৷ তবে তাঁরা অনুরোধ করেন যেন ছবি তোলা না হয়৷ তাঁরা নাকি এ কথাও বলেন যে খুব শীঘ্রই তাঁরা সুখবর জানাবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma Pregnancy: ‘প্লিজ আমাকে অনুরোধ করবেন না...’ দ্বিতীয় বার মা হওয়ার জল্পনার মধ্যে এটা কী লিখলেন অনুষ্কা! জানুন সত্যিটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল