৪০ বছরের অনুষার এমন উষ্ণ ভিডিও স্বাভাবিক ভাবেই পারদ চড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় (Anusha Dandekar Viral Video)। তিনি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমি ভেবেছি তুমি তৈরি... ফিল্টারফ্রি সংস্কৃতি পুরোটাই'। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: করোনায় কাবু কাজল, কিন্তু শেয়ার করলেন মেয়ের ছবি! কেন?
advertisement
আরও পড়ুন: মিলিন্দ সোমনের সঙ্গে সেলফি তুলতে চান? আগে করতে হবে 'এই' কাজ! নিয়ম চালু করেছেন অভিনেতা
মাঝে মধ্যেই নিজের জীবনের টুকরো খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনুষা। বেড়ানো থেকে অলস দুপুর, তাঁর সোশ্যাল দেওয়ালে রয়েছে ভিন্ন স্বাদের ছবি ও ভিডিও। সম্প্রতি ৪০ বছরের জন্মদিন পালন করেছেন তিনি। সেদিন তাঁর সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল বোন শিবানি ডান্ডেকর ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।
এবারের বিগ বস ১৫-তে রয়েছেন অনুষার প্রাক্তন বয়ফ্রেন্ড করণ কুন্দ্রা। গত বছরই সম্পর্ক ভেঙে যায় অনুষা ও করণের। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় তাঁদেরকে নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল।