TRENDING:

জমিয়ে প্রেম করছেন অঙ্কুশ-মিমি, ভিডিওতেই রইল প্রমাণ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রথমেই বলে রাখিস, উপরের শিরোনামটি কিন্তু একেবারেই ফিল্মি গপ্পো ৷ আসলে অঙ্কুশ আর মিমি জুটি বেঁধেছেন নতুন বাংলা ছবি ‘ভিলেন’-এ ৷ ছবির পরিচালক বাবা যাদব আর এই ছবিতেই চুটিয়ে প্রেম করতে চলেছেন অঙ্কুশ ও মিমি !
advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির একটি ট্রেলার ৷ যেখানে মিমি ও অঙ্কুশের জমজমাট প্রেম নজড়ে পড়েছে ৷ তা প্রেমের ছবির নাম ভিলেন কেন? অঙ্কুশের কথায়, ‘এই ছবিতে আমার চরিত্রে রয়েছে নানারকম শেড ৷ যেখানে দর্শককে কখনও আমার পজেটিভ চরিত্র দেখতে পারবে, কখনও নেগেটিভ ৷ আর সেই কারণেই এই ছবির নাম ভিলেন !’

advertisement

এই ছবির জন্যই নিজের চেহারায় প্রচুর পরিবর্তন এনেছেন অঙ্কুশ ৷ পেশি ফুলিয়ে রীতিমতে তাক লাগিয়েছেন তিনি ৷ অন্যদিকে, অঙ্কুশের সঙ্গে জুটিতে মিমিও কেড়েছেন নজর ৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের পুজোতে !

দেখুন সেই গান-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
জমিয়ে প্রেম করছেন অঙ্কুশ-মিমি, ভিডিওতেই রইল প্রমাণ