TRENDING:

Ankita Lokhande on Sushant Singh Rajput: সুশান্তের সঙ্গে অঙ্কিতার 'পবিত্র রিশতা' কেন ভাঙে? এত বছর পর প্রেম ভাঙা নিয়ে বিস্ফোরক নায়িকা

Last Updated:

Ankita Lokhande on Sushant Singh Rajput: প্রথম প্রাক্তন প্রেমিক, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিগ বস ১৭-র ঘরে প্রতিযোগী হয়ে গিয়েছে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। আর সেখানেই এবার প্রথম তাঁর প্রাক্তন প্রেমিক, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। পবিত্র রিশতা ধারাবাহিকের সেটে প্রেমে পড়েছিলেন অঙ্কিতা। ২০১০ থেকে প্রেম এগোয়, ভেঙে পড়ে ২০১৬ সালে।
অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুত
অঙ্কিতা লোখন্ডে ও সুশান্ত সিং রাজপুত
advertisement

বিগ বসের ঘরের আরেক প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে কথা বলার সময় সুশান্তের সঙ্গে সাত বছরের প্রেম কেন ভেঙেছিল তা জানান অঙ্কিতা। তিনি বলেন, ‘একেবারে এক রাতের মধ্যে ও উধাও হয়ে গিয়েছিল। সাফল্য দেখছিল, ফলে অনেকেই ওকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করতে শুরু করেছিল।’

আরও পড়ুন: কুকুরের মালকিন বনাম প্রাক্তন IAS, লিফটের ভিতর ভয়ঙ্কর কাণ্ড! ভাইরাল ভিডিও দেখুন

advertisement

সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা দাবি করেছিলেন, প্রেম ভেঙে যাওয়ার পর প্রায় আড়াই বছর লেগেছিল তাঁর ঘুরে দাঁড়াতে। সুশান্ত অন্য কারও সঙ্গী হলেও, সময় লেগেছিল অঙ্কিতার। পবিত্র রিশতা ধারাবাহিকে ২০১১ সালে মানব ও অর্চনার চরিত্রে তাঁদের প্রেম চোখ টেনেছিল দর্শকের। এরপর বলিউডে পা রাখেন সুশান্ত। শেষে ২০২০ সালে আচমকা সুশান্তের মৃত্যু। সেই সময় অবশ্য সুশান্তের সঙ্গে প্রেম ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর।

advertisement

আরও পড়ুন: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার ‘লড়াইয়ে’ নেত্রী হওয়া হল না অর্পিতার

পরে অঙ্কিতা লোখন্ডের সঙ্গি বিয়ে হয় ব্যবসায়ী ভিকি জৈনের। বিগ বসের ঘরে ভিকিও রয়েছেন আরেক প্রতিযোগী হয়ে। কিন্তু সুশান্ত ও অঙ্কিতার প্রেম ভাঙার কারণ কী ছিল? অঙ্কিতা বিগ বসের ঘরে মুনাওয়ারকে গল্পের ছলে জানান, ‘সুশান্ত প্রেম ভাঙার কোনও উপযুক্ত কারণ কোনওদিন বলেনি। আজও জানি না, কেন প্রেমটা ভেঙে গিয়েছিল’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande on Sushant Singh Rajput: সুশান্তের সঙ্গে অঙ্কিতার 'পবিত্র রিশতা' কেন ভাঙে? এত বছর পর প্রেম ভাঙা নিয়ে বিস্ফোরক নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল