আরও পড়ুন: সুশান্তের পর হারালেন আরও এক কাছের মানুষকে! প্রয়াত অঙ্কিতা লোখণ্ডের বাবা
মৃত্যুকালে শশীকান্ত লোখান্ডের বয়স হয়েছিল ৬৮ বছর। গত ১২ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কী কারণে তাঁর মৃত্যু হয়, এখনও পর্যন্ত তা জানা যায়নি।
তবে ইতিমধ্যে তাঁর শেষকৃত্য একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই নায়িকাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা যায়। স্বামী ভিকি জৈন যেন তাঁর ছায়াসঙ্গী। পিতৃশোকে বিধ্বস্ত স্ত্রীকে কাছছাড়া করছেন না ভিকি।
ওদিকে মায়ের ছায়াসঙ্গী অঙ্কিতা। মাকে সান্ত্বনা দিচ্ছেন নায়িকা। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে অঙ্কিতাকে তাঁর মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। তাঁরা দুজনেই শশীকান্তের শায়িত দেহের পাশে দাঁড়িয়ে। তাকিয়ে আছেন প্রয়াত শশীকান্তের দিকে।
নেটিজেনদের চোখ পড়ল তাঁর মায়ের দিকে। অনেকের দাবি, অঙ্কিতার মায়ের মুখে হাসি। শুরু হল কটাক্ষ, কটূক্তি, নিন্দার ঝড়। কেউ লিখলেন, ‘অঙ্কিতার মা হাসছেন কেন? আশ্চর্য!’ আবার কারও মন্তব্য, ‘অঙ্কিতাও কাঁদছেন না, অঙ্কিতার মা-ও হাসছেন!’ ভিডিওতে কোনও ভাবেই অঙ্কিতা বা তাঁর মায়ের কথোপকথন শোনা যাচ্ছে না, ফলে সেই মুহূর্তে তাঁরা কী কথা বলছেন, কী ভাবছেন, তা স্পষ্ট নয়। তা সত্ত্বেও কেউ সমালোচনা করতে ছাড়ছেন না শোকে বিধ্বস্ত পরিবারকে।