TRENDING:

Ankita Lokhande: চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের চোখে পড়ল মায়ের হাসিমুখ! প্রবল কটাক্ষ

Last Updated:

Ankita Lokhande: মায়ের ছায়াসঙ্গী অঙ্কিতা। মাকে সান্ত্বনা দিচ্ছেন নায়িকা। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে অঙ্কিতাকে তাঁর মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। সেখানেই কটাক্ষের শুরু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বাবাকে হারালেন অঙ্কিতা লোখান্ডে। বাবা শশীকান্ত লোখান্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নায়িকার ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। কেঁদে কেঁদে শোচনীয় অবস্থা অঙ্কিতার। প্রয়াত বাবাকে কাঁধ দিলেন নিজেই। বাবার আদুরে মেয়ে বলে কথা! মেনে নিতে পারছেন না পিতৃহারা অঙ্কিতা।
চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের নজরে মায়ের হাসিমুখ
চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের নজরে মায়ের হাসিমুখ
advertisement

আরও পড়ুন: সুশান্তের পর হারালেন আরও এক কাছের মানুষকে! প্রয়াত অঙ্কিতা লোখণ্ডের বাবা

মৃত্যুকালে শশীকান্ত লোখান্ডের বয়স হয়েছিল ৬৮ বছর। গত ১২ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কী কারণে তাঁর মৃত্যু হয়, এখনও পর্যন্ত তা জানা যায়নি।

তবে ইতিমধ্যে তাঁর শেষকৃত্য একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই নায়িকাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা যায়। স্বামী ভিকি জৈন যেন তাঁর ছায়াসঙ্গী। পিতৃশোকে বিধ্বস্ত স্ত্রীকে কাছছাড়া করছেন না ভিকি।

advertisement

ওদিকে মায়ের ছায়াসঙ্গী অঙ্কিতা। মাকে সান্ত্বনা দিচ্ছেন নায়িকা। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে অঙ্কিতাকে তাঁর মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। তাঁরা দুজনেই শশীকান্তের শায়িত দেহের পাশে দাঁড়িয়ে। তাকিয়ে আছেন প্রয়াত শশীকান্তের দিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নেটিজেনদের চোখ পড়ল তাঁর মায়ের দিকে। অনেকের দাবি, অঙ্কিতার মায়ের মুখে হাসি। শুরু হল কটাক্ষ, কটূক্তি, নিন্দার ঝড়। কেউ লিখলেন, ‘অঙ্কিতার মা হাসছেন কেন? আশ্চর্য!’ আবার কারও মন্তব্য, ‘অঙ্কিতাও কাঁদছেন না, অঙ্কিতার মা-ও হাসছেন!’ ভিডিওতে কোনও ভাবেই অঙ্কিতা বা তাঁর মায়ের কথোপকথন শোনা যাচ্ছে না, ফলে সেই মুহূর্তে তাঁরা কী কথা বলছেন, কী ভাবছেন, তা স্পষ্ট নয়। তা সত্ত্বেও কেউ সমালোচনা করতে ছাড়ছেন না শোকে বিধ্বস্ত পরিবারকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande: চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের চোখে পড়ল মায়ের হাসিমুখ! প্রবল কটাক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল