TRENDING:

ফিরে এলেন অঞ্জন দত্ত, সঙ্গে নতুন ছবির ট্রেলার

Last Updated:

ফিরে এলেন অঞ্জন দত্ত। ফিরে লেন তাঁর প্রিয় ছবির জনারে। আমি আসব ফিরে ছবিতে অঞ্জন দত্ত ফের খুঁজছেন তাঁর শিকড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফিরে এলেন অঞ্জন দত্ত। ফিরে লেন তাঁর প্রিয় ছবির জনারে। আমি আসব ফিরে ছবিতে অঞ্জন দত্ত ফের খুঁজছেন তাঁর শিকড়। তৈরি করছেন ছবি আবার আসব ফিরে। জমজমাট কনসার্টের মধ্য দিয়ে মুক্তি পেল ছবির ট্রেলর। অঞ্জন দত্ত ও নীল দত্তের পারফরম্যান্স বুঝিয়ে দিল আবার একটা মিউজিক্যাল ছবির সাক্ষী হতে চলেছে দর্শক।
advertisement

ফুল ফর্মে অঞ্জন দত্ত। তাঁর তাঁর গানের প্যাসনকে আবার তিনি ফিরিয়ে নিয়ে এলেন আমি আসব ফিরে অ্যালবামে। তবে এখানেই শেষ নয় এই নামে তিনি এক ছবিও তৈরি করে ফেলেছেন। দুইয়ের উদযাপন হলে গানের কনসার্টের মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবীর সুমনও। তিনিও অঞ্জনকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন।

অ্যালবামের বেশ কয়েকটি গান কম্পোজ করেছেন নীল দত্ত। অ্যালবামের প্রত্যেকটি গান লিখেছেন অঞ্জন দত্ত। অ্যালবামের সঙ্গে তৈরি হচ্ছে ছবিও। যে ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা-কৌশিক সেন ও সৌরসেনী। সব মিলিয়ে ধামাকাটা দিতে তৈরি তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিরে এলেন অঞ্জন দত্ত, সঙ্গে নতুন ছবির ট্রেলার