অনিশা বলেন, ‘দারুণ, দারুণ লাগছে। প্রথমবারের অনুভূতি সবসময় স্পেশাল’। বাচ্চাকে সবচেয়ে বেশি কে আশকারা দিয়ে মাথায় তুলতে পারে, সাক্ষাৎকারে সে কথাও ফাঁস করেছেন আনিশা। তাঁর মতে, ‘আশকারা! এটা বলা কঠিন। আমি রণবীরের নাম নিতে চাই। তবে সিক্সথ সেন্স বলছে, আমার মা-বাবাও কম যাবেন না’।
advertisement
গত মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রেগন্যান্সির খবর প্রথম সামনে আনেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে পোস্ট করেন রণবীর সিংও। এই দম্পতি আরও জানিয়েছেন, এই বছরের সেপ্টেম্বরে তাঁদের সন্তান আসতে চলেছে। বাফটা-র রেড কার্পেটে দীপিকার বেবি বাম্পের ছবি ধরা পড়ে। তারপর থেকেই জল্পনা চলছিল। অবশেষে ফেব্রুয়ারিতে প্রেগন্যান্সির খবর জানান রণবীর-দীপিকা।
একাধিক সাক্ষাৎকারে সন্তান নিয়ে খোলাখুলি কথাও বলতেন রণবীর-দীপিকা। কয়েক বছর আগে রণবীর বলেছিলেন, তিনি দীপিকার মতো কন্যাসন্তান চান। ‘দ্য বিগ পিকচার’ শো-তে রণবীর বলেন, ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গিয়েছে। ২-৩ বছরের মধ্যে সন্তানও হবে। ভাইসাব, ছোটবেলায় আপনাদের ভাবিকে কি সুন্দরই না দেখতে ছিল। আমি তো প্রতিদিন দীপিকার ছোটবেলার ছবি দেখি, আর বলি, এরকম সুন্দর একটা সন্তান দাও আমাকে। ব্যস, জীবনে আর কী চাই’! দীপিকাও বলেছিলেন, তিনি এবং রণবীর ছোটদের খুব ভালবাসেন। খুব শীঘ্রই সন্তান নিতে চান।
সম্প্রতি, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। হাতে পরপর বেশ কয়েকটি কাজ রয়েছে রণবীর-ঘরণীর। প্রভাসের ‘কল্কি ২৯৮৯ এডি’-তেও দেখা যাবে দীপিকাকে। এর পাশাপাশি তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকেও থাকছেন বলে জানা গিয়েছে। আর রণবীর শীঘ্রই শুরু করতে চলেছেন বহু প্রতীক্ষিত ‘ডন ৩’। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানিকে।