TRENDING:

Angelina Jolie: শরীর জুড়ে ঘুরছে অসংখ্য জীবন্ত মৌমাছি! টানা ১৮ মিনিটের ফটোশ্যুটে চমকে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

Last Updated:

শরীরের মধ্যে এতগুলি মৌমাছি নিয়ে শ্যুট করা কী এতটাই সোজা ছিল? কীভাবে অভিনেত্রী এমন ভয়ঙ্কর কাজটি করে ফেললেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যালিফোর্নিয়া: সর্বদাই একটু বিশেষ ধরণের ফটোশ্যুট পছন্দ করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)। কিন্তু এবার তিনি যা করলেন, তা একেবারে অভিনব। এদিন টানা ১৮ মিনিট ধরে গায়ের মধ্যে মৌমাছি নিয়ে শ্যুটিং করতে দেখা গেল এই হলি তারকাকে। মূলত সচেতনতা প্রচার করতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement

‘ওয়ার্ল্ড বি ডে’ (World Bee Day) তথা বিশ্ব মৌমাছি সংরক্ষণ দিবসে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের (National Geographic Magazine) জন্য একটি ফটোশুট করেন তিনি। মৌমাছির গুরুত্ব বোঝাতেই এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছেন অভিনেত্রী। অ্যাঞ্জেলিনার এই ফোটশুটটি করেন চিত্রগ্রাহক ড্যান উইন্টারস (Dan Winter)। কিন্তু শরীরের মধ্যে এতগুলি মৌমাছি নিয়ে শ্যুট করা কী এতটাই সোজা ছিল? কীভাবে অভিনেত্রী এমন ভয়ঙ্কর কাজটি করে ফেললেন? কেমন করেই বা তিনি মৌমাছির কামড় থেকে রেহাই পেলেন? এবিষয়ে বিস্তারিত জানিয়েছেন চিত্রগ্রাহক ড্যান উইন্টারস।

advertisement

ড্যান নিজেও মৌমাছি সংগ্রহ করে থাকেন। এই চিত্রগ্রাহকের কথায়, "আমি মৌমাছি পালনকারী এবং যখন আমাকে অ্যাঞ্জেলিনার সঙ্গে কাজ করার দায়িত্ব দেওয়া হয়, তখন আমার প্রধান উদ্বেগের বিষয়টি ছিল ওঁর নিরাপত্তা।” তবে এই শ্যুটটির জন্য তিনি ৪০ বছর পূর্বের চিত্রগ্রাহক রিচার্ড আভেডনের (Richard Avedon) বিখ্যাত ‘বি-কিপার পোট্রেট’-এর পন্থা অবলম্বন করেন বলে জানিয়েছেন।

advertisement

ফটোশ্যুটটি কী ভাবে করা হয়েছিল তার বর্ণনায় ড্যান বলেন, মৌমাছির কামড় থেকে বাঁচতে অ্যাঞ্জেলিনা বাদে সেটে সবাই বিশেষ স্যুট পরেছিলেন। মৌমাছিকে শান্ত রাখতে পুরো ঘর অন্ধকার করে রাখা হয়। মৌমাছির জমায়েত রুখতে ব্যবহার করা হয়েছিল ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। এর ফলে যেমন ঝাঁক বাঁধতে পারেনি মৌমাছি, তেমনই হুলও ফোটাতে পারেনি। তবে এই ফটোশ্যুটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিনেত্রীরও। টানা ১৮ মিনিট না নড়ে, চুপচাপ দাঁড়িয়ে থাকেন তিনি। আর একের পর এক শট নিয়ে যান ড্যান। এদিনের এই বিশেষ ফটোশ্যুটের মূল বার্তাই ছিল মৌমাছি সংরক্ষণের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই শ্যুটের অভিজ্ঞতা সম্পর্কে অ্যাঞ্জেলিনা বলেছিলেন, “বিশ্ব জুড়ে আমরা সকলেই ভীষণ উদ্বিগ্ন, মৌমাছি সংরক্ষণ এমন একটি বিষয় যা আমরা পরিচালনা করতে পারি। আমরা সকলেই অবশ্যই সব পদক্ষেপ নিতে এবং এই সংরক্ষণের কাজে অংশীদার হতে পারি।” মৌমাছি তৈরির জন্য তিনি UNESCO এবং Guerlain-এর সঙ্গে কাজ করছেন। এই উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ২,৫০০টি মৌমাছি তৈরি করা হবে এবং ১২৫ মিলিয়ন মৌমাছি রিস্টক করা হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Angelina Jolie: শরীর জুড়ে ঘুরছে অসংখ্য জীবন্ত মৌমাছি! টানা ১৮ মিনিটের ফটোশ্যুটে চমকে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল