ইতিমধ্যেই হাজির হয়েছেন দেশি বিদেশী অতিথি থেকে বড় বড় নামি দামি তারকারা। আজ রাতের অন্যতম আকর্ষণ হতে চলেছে একটি গলা মিউজিক্যাল পারফরম্যান্স। আন্তর্জাতিক মানের এই সঙ্গীত আকর্ষণে থাকছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো দেশি তারকাদের পাশাপশি আন্তর্জাতিক তারকারাও।
advertisement
গত রাতের আকর্ষণ ছিল দিলজিৎ দোসাঞ্জের একটি দুর্দান্ত পারফরম্যান্স এবং বলিউডের তিন খান, এসআরকে, আমির এবং সলমান খানের একযোগে নাচ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে সেই নাচ।
আজ তৃতীয় দিনের আকর্ষণের অন্যতম নায়ক অরিজিৎ সিং দুপুরেই পৌঁছেছেন জামনগর বিমানবন্দরে। তাঁর অভ্যর্থনায় কোনও কমতি ছিল না এয়ারপোর্টে। তৃতীয় দিন, অর্থাৎ উৎসবের শেষ দিন আজ। আজকের সন্ধ্যার পোষাক কোডের নামকরণ করা হয়েছে ‘হস্তক্ষর’ যা মূলত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। আজ একটি মহা আরতি হবে শেষ আকর্ষণ হিসেবে। তাতে দেশ বিদেশের ১৫ জনেরও বেশি শিল্পী পারফর্ম করতে চলেছেন।