নেটমাধ্যমে 'পদাতিক'-এর একটি পোস্টার শেয়ার করেছেন অমিতাভ। ছবিটির শিল্পী এবং কলাকুশলীদের উদ্দেশে লিখেছেন, 'আমার অনেক শুভেচ্ছা রইল'। তারই সঙ্গে তিনি হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন 'পদাতিক', চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখোপাধ্যায়ের নাম। তাঁর সেই পোস্ট দেখে উচ্ছ্বসিত সৃজিত এবং চঞ্চলের ভক্তরা। কমেন্ট বক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
advertisement
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
তাঁর ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং বিগ বি। স্বাভাবিক ভাবেই আপ্লুত সৃজিত। অমিতাভের পোস্টটি শেয়ার করে ফেসবুকে পরিচালক লেখেন, 'অনেক ধন্যবাদ স্যর। এটা আমাদের কাছে অনেক।'
মৃণাল সেনকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনার কথা বেশ কয়েক মাস আগেই জানিয়েছিলেন সৃজিত। দিন কয়েক আগে তিনি জানান, কিংবদন্তি পরিচালকের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোয। আপাতত মৃণালের জীবনকে বড় পর্দায় চাক্ষুষ করার অপেক্ষায় সিনেপ্রেমীরা।