জানা যাচ্ছে দিল্লির এই বাড়ি নাকি ২৩ কোটি টাকায় বিক্রি করেছেন বিগবি (Amitabh Bachchan)। দিল্লির এই বাড়িতে অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন থাকতেন। জানা যাচ্ছে, Nezone গ্রুপের কর্ণধার অভনী বেডার নাকি এই বাড়ি কিনে নিয়েছেন। এঁদের সঙ্গে বচ্চন পরিবারের পরিচয় ৩৫ বছরেরও বেশি। গত ৭ ডিসেম্বর অমিতাভের এই ৪১৮.০৫ বর্গমিটারের এই বাড়ি রেজিস্ট্রি হয়েছে।
advertisement
আরও পড়ুন- বিগবসের ফরম্যাটে নতুন শো! সঞ্চালনা কঙ্গনার, প্রথমেই সলমনকে খোঁচা অভিনেত্রীর
অভনী এক সংবাদমাধ্যমের কাছে বাড়িটি সম্পর্কে বলেছেন, "এটা পুরনো দিনে তৈরি বাড়ি। তাই এটাকে ভেঙে নতুন করে আমরা নিজেদের মতো তৈরি করব। আমরা এই এলাকায় বহুদিন ধরে আছি। আরও কিছু সম্পত্তির খোঁজ করছিলাম কিছুদিন ধরেই। এই অফারটি আসতেই আমি হ্যাঁ করে দিই এবং কিনে ফেলি।"
দক্ষিণ দিল্লির রিয়েল এস্টেট এজেন্ট প্রদীপ প্রজাপতি বলেছেন, "তেজি বচ্চন একজন ফ্রিলান্স সাংবাদিক ছিলেন। গুলমোহর পার্ক হাউজিং সোসাইটির সদস্য ছিলেন তিনি। মুম্বই যাওয়ার আগে অমিতাভ এখানে থেকেছেন। পরে তাঁর বাবা মাও এখান থেকে চলে যান। তার পর থেকে বহু বছর এই বাড়িতে কেউ থাকেনি।"
কিছুদিন আগে মুম্বইয়ের আন্ধেরিতে লোখান্ডওয়ালা রোডের একটি বাড়িও ভাড়ায় দিয়েছেন অমিতাভ (Amitabh Bachchan)। এই ডুপ্লেক্স বাড়ির দাম ৩১ কোটি টাকা। বাড়িটি ভাড়ায় নিয়েছেন অভিনেত্রী কৃতী স্যানন। প্রতি মাসে ১০ লক্ষ টাকা ভাড়া দেন কৃতী। বর্তমানে জুহুতে পরিবারের সঙ্গে থাকেন অমিতাভ। তাঁর বাড়ির নাম জলসা। প্রযোজক এনসি সিপ্পি থেকে এই বাড়ি কিনেছিলেন বিগবি। দোতলা এই বাড়িটি আয়তনে ১০,১২৫ বর্গফুট।
এছাড়াও বচ্চন পরিবারের আরও একটি বাড়ি আছে মুম্বইয়ের বাড়িতে। এর নাম প্রতীক্ষা। এখানে বাবা মায়ের সঙ্গে থাকতেন তিনি। ১৯৭৬ সালে অভিনেতা এই বাড়ি কেনেন। এই বাড়িতেই ২০০৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা বচ্চন।