TRENDING:

ছবি দেখে বাদ বিগ বি, সঙ্গে অট্টহাসি !

Last Updated:

অভিনয় করবে ? সোজসুজি প্রশ্ন, তাচ্ছিল্য, সঙ্গে অট্টহাসি ! সামনে দাঁড়িয়ে ৬ ফুটের অমিতাভ বচ্চন ৷ রোগা চেহারা ৷ ঢিলেঢালে পোশাক ৷ হাতে ছবির ফাইল ৷ ঘটনাটি ষাট দশকের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনয় করবে ? সোজসুজি প্রশ্ন, তাচ্ছিল্য, সঙ্গে অট্টহাসি ! সামনে দাঁড়িয়ে ৬ ফুটের অমিতাভ বচ্চন ৷ রোগা চেহারা ৷ ঢিলেঢালে পোশাক ৷ হাতে ছবির ফাইল ৷ ঘটনাটি ষাট দশকের ৷
advertisement

ফিল্মফেয়ারের ট্যালেন্টহান্ট কনটেষ্টে ছবি পাঠিয়েছিলেন বিগবি ৷ ফোন এসেছিল, কিন্তু বাদ পড়ার খবর শুনিয়েছিল সেই ফোন ৷ অল্প দুঃখ পেলেও ভেঙে পড়েননি তখন ৷ তাই তো এতবছর পরেও, সেই ছবি নিয়ে রিয়েল লাইফ জোক করতে ভোলেননি অমিতাভ ৷ সোমবার ট্যুইট করে জানিয়েছেন, ‘এই ছবি দেখে যে কেউ বাদ দেবে ! কী তাই না?’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখন তিনি বলিউডের শহেনশাহ ৷ ইনশর্ট বিগবি ৷ কেরিয়ার শুরুতেই নানা ভাবে, নানা জায়গায় বাদ পড়েছিলেন তিনি ৷ কেরিয়ারে পেয়েছিলেন বাধাও ৷ তবুও নিজের স্বপ্নকে বেঁধে রেখেছিলেন চোখে ৷ এই ছবিই তা প্রমাণ করে ৷ ৪৭ বছর কেটে গিয়েছে, বদলেছে অনেক কিছুই ৷ কিন্তু অমিতাভ কিন্তু ভোলেননি, পুরনো আঘাতকে ৷ তাই হয়তো আজও তিনি বিন্দাস হয়ে বলতে পারেন, ‘বুডঢা হোগা তেরা বাপ !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবি দেখে বাদ বিগ বি, সঙ্গে অট্টহাসি !