ফিল্মফেয়ারের ট্যালেন্টহান্ট কনটেষ্টে ছবি পাঠিয়েছিলেন বিগবি ৷ ফোন এসেছিল, কিন্তু বাদ পড়ার খবর শুনিয়েছিল সেই ফোন ৷ অল্প দুঃখ পেলেও ভেঙে পড়েননি তখন ৷ তাই তো এতবছর পরেও, সেই ছবি নিয়ে রিয়েল লাইফ জোক করতে ভোলেননি অমিতাভ ৷ সোমবার ট্যুইট করে জানিয়েছেন, ‘এই ছবি দেখে যে কেউ বাদ দেবে ! কী তাই না?’
advertisement
এখন তিনি বলিউডের শহেনশাহ ৷ ইনশর্ট বিগবি ৷ কেরিয়ার শুরুতেই নানা ভাবে, নানা জায়গায় বাদ পড়েছিলেন তিনি ৷ কেরিয়ারে পেয়েছিলেন বাধাও ৷ তবুও নিজের স্বপ্নকে বেঁধে রেখেছিলেন চোখে ৷ এই ছবিই তা প্রমাণ করে ৷ ৪৭ বছর কেটে গিয়েছে, বদলেছে অনেক কিছুই ৷ কিন্তু অমিতাভ কিন্তু ভোলেননি, পুরনো আঘাতকে ৷ তাই হয়তো আজও তিনি বিন্দাস হয়ে বলতে পারেন, ‘বুডঢা হোগা তেরা বাপ !’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2016 5:57 PM IST