অনেক বছরের ইচ্ছে প্রিয় মেগাস্টার অমিতাভকে (Amitabh Bachchan | Kokata News) ট্রিবিউট জানিয়ে বিশেষ কিছু করবেন। সেখান থেকেই এক অভিনব গাড়ি বানানোর পরিকল্পনা। যেমন ভাবনা তেমন কাজ। বিশেষ এই গাড়ি এবার পেল খোদ অমিতাভের হস্তাক্ষর ও ভূয়সী প্রশংসা।
আরও পড়ুন :মন জয় করেন লহমায়, এই ৫ রাশির জাতিকারা সব চেয়ে স্মার্ট! আপনি আছেন নাকি তালিকায়?
advertisement
বিগত ৪-৫ মাস ধরে এই গাড়ি ডিজাইন করার কাজ চলছিল। গোটা গাড়িতে লেখা রয়েছে অমিত জি-র (Amitabh Bachchan | Kokata News) ছবির নানা সংলাপ। গাড়ির দরজা খুললেই সাউন্ড সিস্টেম-এ বেজে উঠবে অমিতাভ বচ্চনের ব্যারিটন কণ্ঠস্বর। বাজতে থাকবে একের পর এক তাঁর ছবির সংলাপ (Amitabh Bachchan | Kokata News)।
অনুরাগ একটি জামাও (Amitabh Bachchan | Kokata News) ডিজাইন করিয়েছেন, যেখানে লেখা রয়েছে অমিতাভ বচ্চনের সমস্ত ছবির নাম। তাঁর প্রবল ইচ্ছে ছিল, যাঁর কথা ভেবে এতো আয়োজন করা তাঁকে একবার দেখাবেন। খোদ স্বপ্নের মানুষ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan | Kokata News) যদি এই গাড়ি ও জামা দেখেন, তবে এই পরিশ্রম স্বার্থক। অবশেষে বৃহস্পতিবার হল তাঁর স্বপ্ন পূরণ। মূর্তিতে যেন প্রাণ দিলেন স্বয়ং দেবতা। অমিতাভ বচ্চন দেখলেন এই গাড়ি। ড্যাশবোর্ড-এ অটোগ্রাফও দিলেন।
অনুরাগের কথায়, 'আমি খুব ভাগ্যবান অমিত জি-কে গাড়ি ও জামাটা দেখাতে পারলাম। আমার থিম ছিল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan | Kokata News)। আমি চেয়েছিলাম গাড়িটা চালানোর আগে একবার উনি দেখুন। এইটুকুই আশা ছিল। করোনা, লকডাউন এই সব কিছুর জন্য অমিত জির সঙ্গে দেখা করা, ওঁর সময় পাওয়া অসম্ভব হয়ে উঠেছিল না। উনি নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলেন। অবশেষে ঈশ্বরের ইচ্ছেতেই বৃহস্পতিবার দুপুরে দেখা হল। আমি ভাবিনি উনি গাড়িতে বসবেন। উনি বসলেন, সই করলেন।"
লিভিং লেজেন্ড বিগ বি-র ছোয়াঁ পাওয়া সেই গাড়ি এখনও কলকাতায় ফেরার পথে, কলকাতা ফিরছে। অমিত জি ব্লগ করলেন, ইনস্টাগ্রামে শেয়ার করলেন, আমার যে কতটা ভাল লাগছে, বলে বোঝাতে পারব না।'
আপাতত কেবিসি-র শ্যুটিং নিয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন। ভক্তদের বানানো বিভিন্ন আর্ট ওয়ার্ক প্রায়সই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন এই সুপারস্টার। তবে অনুরাগের এই অভিনব গাড়ি যে একেবারে 'ইউনিক' সেকথা বলার অপেক্ষা রাখে না।