TRENDING:

ফের বিয়ে বচ্চন পরিবারে, সেজেগুজে বিয়ে বাড়িতে গেলেন ঐশ্বর্য-অমিতাভ !

Last Updated:

শিরোনাম পড়ে ভুল বুঝবেন না ৷ শুধু ঐশ্বর্য আর অমিতাভ নয় বিয়ে বাড়িতে সেজে গুজে পৌঁছেছিলেন অভিষেক বচ্চনও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিরোনাম পড়ে ভুল বুঝবেন না ৷ শুধু ঐশ্বর্য আর অমিতাভ নয় বিয়ে বাড়িতে সেজেগুজে পৌঁছেছিলেন অভিষেক বচ্চনও ৷ বাবা অমিতাভের সঙ্গে তাল মিলিয়ে অভিষেকও পরেছিলেন মাথায় পাগড়ি আর শেরওয়ানি ৷ আর ঘরের বউ ঐশ্বর্য পরেছিলেন গোলাপি রঙের লহেঙ্গা শাড়ি ৷ সঙ্গে ছিল ছোট্ট আরাধ্যাও ৷ তা কার বিয়েতে এত সেজেগুজে গিয়েছিলেন বচ্চন পরিবার ?
advertisement

সেকথা নিজেই ফেসবুকে শেয়ার করলেন অমিতাভ বচ্চন ৷ লিখলেন, ফের বিয়ে বচ্চন পরিবারে ৷ ফের আমাদের পরিবারে নতুন সদস্যের আগমণ ৷ ঘরে লক্ষ্মীর আগমণ ৷ গোটা পরিবারে আনন্দের রেশ ৷

নিজের ভাই অজিতাভ বচ্চনের ছেলের বিয়েতে গিয়েছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, জয়া বচ্চন ও অমিতাভের মেয়ে শ্বেতা ৷ একসঙ্গে মিলে ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করলেন অমিতাভ বচ্চনও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিয়ে বচ্চন পরিবারে, সেজেগুজে বিয়ে বাড়িতে গেলেন ঐশ্বর্য-অমিতাভ !