ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফ্ট থেকে বেরিয়ে আসছেন রশ্মিকা। তাঁর পরনের ডিপ নেকলাইনের পোশাক। স্পষ্ট বক্ষবিভাজিকা। কোমরে হট প্যান্ট। এই পোশাকে কখনও এর আগে দেখা যায়নি অভিনেত্রীকে। আর সেখান থেকেই দানা বাঁধে সন্দেহ। অভিনেত্রীর বহু অনুরাগী প্রশ্ন তোলেন। তারপর এক সাংবাদিক এই ভিডিওর সত্যতা যাচাই করে জানান এই ভিডিওর মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিওতে এডিট করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: গুরুতর অসুস্থ ছিলেন দীপঙ্কর দে! এখন কেমন আছেন, অবশেষে জানা গেল
তিনি এক্স-এ ট্যুইট করে লেখেন, ‘ভারতে ডিপফেক মোকাবেলা করার জন্য একটি আইনি এবং নিয়ন্ত্রক কাঠামো খুবই প্রয়োজন। আপনি হয়তো ইনস্টাগ্রামে অভিনেত্রী রশ্মিকা মন্দনার এই ভাইরাল ভিডিওটি দেখেছেন।’
আরও পড়ুন: ‘আপনাদের জন্যই বাংলার আজ এই দুরবস্থা’! করবা চৌথের শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের মুখে সুদীপা
এই তথ্য প্রকাশ্যে আসতেই স্যোশাল মিডিয়া জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন নেটাগরিকরা। আর এবার তা নিয়ে সরব হলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। তিনি স্যোশাল মিডিয়ায় লেখেন, “হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই আইনি পদক্ষেপ করা উচিত।”
ইদানীং নিজের কাজ নিয়েই ব্যস্ত অমিতাভ। বিগ বি রজনীকান্তের সঙ্গে তার ছবির কাজ শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ে কয়েকটি দৃশ্যের শুটিং করেছেন দুজনে।