ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উদগ্রীব বলিউডের তারকারাও। সেই তালিকায় যেমন রয়েছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খেরের মতো তারকারা, তেমন রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফও। ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে রাম মন্দিরের হাজির হয়েছেন বিগ বি। ছেলে সঙ্গে থাকলেও দেখা যায়নি বিগ বির বৌমা, তথা অভিষেকের স্ত্রী ও অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকে।
advertisement
আরও পড়ুন: মহাকাশের শূন্য থেকে কেমন দেখতে অযোধ্যার রাম মন্দির? ISRO-র ছবি দেখলে গায়ে কাঁটা দেবে!
মূল প্রবেশপথ দিয়েই ঢুকতে হচ্ছে অতিথিদের। সেখানে দফায় দফায় নিরাপত্তাকর্মীদের পরীক্ষার পরে জায়গা হচ্ছে বসার। কে কোন আসনে বসবেন, তার পুরোটাই ‘কিউআর কোড’ অনুসারে ঠিক করা হয়েছে। তবে ভিআইপিদের ঢোকার জন্য আলাদা ৮ নম্বর গেট রয়েছে। ভিভিআইপিদের ঢোকার জন্য রয়েছে ৮এ গেট।
আরও পড়ুন: রাম মন্দিরে কঙ্গনা, সোনার গয়না ও শাড়ির সাজে মন্দির পরিষ্কার-পুজো অভিনেত্রীর! দেখুন
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশের পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও।