TRENDING:

সাজছে কলকাতা, কাল থেকে শুরু চলচ্চিত্র উৎসব, থাকবেন অমিতাভ, শাহরুখ

Last Updated:

এর আগে অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। এ বারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েক ঘণ্টা। সেজে উঠছে মহানগর। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বসছে চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement

এর আগে অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। এ বারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং-ও উপস্থিত থাকবেন মঞ্চে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালে এ বার উপস্থিত থাকতে চলেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানরা। নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবার দুপুরেই কলকাতা এসে পৌঁছাবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন,শাহরুখ খান।তিন বছর পর জাঁকজমক করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে চলেছে।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

advertisement

আরও পড়ুন: তদন্ত ভার নিল সিআইডি, খুশি লালনের পরিবার! আজ রামপুরহাট যেতে পারেন সিবিআই শীর্ষ কর্তাও

আরও পড়ুন- খাস কলকাতায় পুরসভার প্রাক্তন মেয়রের ঘর দখল! অভিযোগ কার দিকে

এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জানানো হচ্ছে অমিতাভ বচ্চনকে। তাঁকে সম্মান জানিয়ে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত "অভিমান"। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত এই ছবি। এ ছাড়াও অমিতাভ বচ্চন অভিনীত আটটি ছবি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলেই জানা গিয়েছে।

advertisement

৪২ টি দেশের মোট ১০৭৮-টি ছবি প্রদর্শিত হবে এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসবে।এর আগে ২০২২ সালে করোনার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন শাহরুখ খান। জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর পরিচালিত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিশেষ অনুষ্ঠান পরিবেশন করতে পারেন।

মূল মঞ্চে এই তারকাদের পাশাপাশি টলিউড থেকেও একাধিক তারকারাও হাজির থাকার কথা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে ইতিমধ্যেই সম্মতি জানিয়েছেন।সব মিলিয়ে এ বারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জাঁকজমকপূর্ণভাবে যে হতে চলেছে তাতে কোন সন্দেহ নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাজছে কলকাতা, কাল থেকে শুরু চলচ্চিত্র উৎসব, থাকবেন অমিতাভ, শাহরুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল